আগামী মঙ্গলবার ৯সেপ্টেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবে মোহনবাগান। খেলাটি হবে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ক্লোজড ডোর অবস্থায়। আগামী ১৬তারিখ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ বা এসিএল ২ তে তুর্কমেনিস্তানের দল আহল এফকে -র বিরুদ্ধে নামবে মোহনবাগান। তার আগের প্রস্তুতি হিসেবেই এই ম্যাচে নামবে তারা। দলের ষষ্ঠ বিদেশী রবসন রোবিনহো সদ্য যোগ দিয়েছেন দলে। কোচ মলিনাও সুযোগ পেয়ে যাবেন রবসনকে দেখে নেওয়ার জন্য। ডার্বিতে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর ফিজিক্যাল ট্রেনারকে সঙ্গে নিয়ে মলিনার তত্ত্বাবধানেই মোহনবাগানের সমস্ত ফুটবলাররা ঘাম ঝরাচ্ছেন। দিমি , কামিংস , ম্যাকলারেনদের ফিটনেস নিয়ে ওঠা যাবতীয় প্রশ্নের জবাব অনুশীলনে বুঝিয়ে দিচ্ছেন তারা। তাই এই প্রস্তুতি ম্যাচেই গোটা দলকে পরখ করে নিয়েই নিজেদের সেরা দল নিয়েই নামতে চাইছেন মলিনা। ভারতের হয়ে মোহনবাগানের সাফল্য প্রশ্নাতীত। তবে এইবার আন্তর্জাতিক স্তরেও ভারতের তেরঙ্গা ওড়ানোর দায়িত্ব থাকতে চলেছে মোহনবাগানের উপর।
Mohunbagan
মোহনবাগানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে গোয়া

×
Comments :0