কবিতা
বিদ্যাসাগর
প্রশান্ত দাস
নতুনপাতা
তোমাকে আজও করছি স্মরণ, কর
দুশো বছরে করছি বরণ।
তোমার পেয়ে বাঙালি ধন্য,
বুঝেছি আমরা তুমি অনন্য।
এক জীবনে অনেক লড়াই,
করেছ তুমি, করোনি বড়াই।
পণ্ডিত হয়েও থেকেছ সরল,
ধৃতি-চাদর-চটি তোমার সম্বল।
উচ্চ-নীচ জাগেনি মনে,
কষ্ট দেখে কেঁদেছে প্রাণে,
বৈষ্ণব ছেরে থেকেছ বলে,
গরীবের পাশে তাদের কল্যানে।
তোমার মত সিংহ হৃদয়,
আবার আসুক এই বাঙলায়,
তোমার মত বড় মাপের
এই ক্রান্তিকালে খুব দরকার।
Comments :0