কবিতা
নাসিরউদ্দিন হোজ্জা
সুব্রত চৌধুরী
নতুনপাতা
নাসিরউদ্দিন হোজ্জাকে কী
চেনো তোমরা খোকা,
যার ঝুলিতে হাসির গল্প
ছিল থোকা থোকা।
তিনি ছিলেন মুসলিম সুফি
তুর্কী দেশে বাস,
হাসির গল্প লিখতেন তিনি
দিবা রাত্রি মাস।
মোল্লা হোজ্জার গল্পগুলো
টইটম্বুর যে রসে ,
পেটে সবার ধরবে যে খিল
পড়ো যদি বসে।
মোল্লা হোজ্জা সবার মাঝে
আজো আছে বেঁচে,
হাসির গল্পে মুক্তো পাবে
সাগর নদী সেঁচে।
আটলান্টিক সিটি, নিউ জারসি ,যুক্তরাষ্ট্র
Comments :0