POETRY — SUBRATA CHOWDHARY | NASIRUDDIN HOZZA — NATUNPATA | MONDAY 8 JULY 2024

কবিতা — সুব্রত চৌধুরী | নাসিরউদ্দিন হোজ্জা — নতুনপাতা | সোমবার ৮ জুলাই ২০২৪

ছোটদের বিভাগ

POETRY  SUBRATA CHOWDHARY  NASIRUDDIN HOZZA  NATUNPATA  MONDAY 8 JULY 2024

কবিতা

নাসিরউদ্দিন হোজ্জা
সুব্রত চৌধুরী

নতুনপাতা

নাসিরউদ্দিন হোজ্জাকে কী
চেনো তোমরা খোকা,
যার ঝুলিতে হাসির গল্প 
ছিল থোকা থোকা।
তিনি ছিলেন মুসলিম সুফি
তুর্কী দেশে বাস,
হাসির  গল্প লিখতেন তিনি
দিবা রাত্রি মাস।
মোল্লা হোজ্জার গল্পগুলো
টইটম্বুর যে রসে ,
পেটে সবার ধরবে যে খিল
পড়ো যদি বসে।
মোল্লা হোজ্জা সবার মাঝে
আজো আছে বেঁচে,
হাসির গল্পে মুক্তো পাবে
সাগর নদী সেঁচে।

আটলান্টিক সিটি, নিউ জারসি ,যুক্তরাষ্ট্র

Comments :0

Login to leave a comment