কবিতা
বেহিসেবির ঘণ্টা
টুম্পা মিত্র সরকার
নতুনপাতা
আয়রে আমার ইতুল, মিতুল
সঙ্গে নিবি দুটো পুতুল
আজ হবে পিকনিক।
থাকবি কেন বদ্ধ ঘরে ?
আজ খেলি চল তোদের তরে
রেলগাড়ি ঝিকঝিক।
পড়া ফেলে মাঝে মাঝে
বেহিসেবির ঘণ্টা বাজে
রুটিনটা বেঠিক।
চাঁদের মামা আজকে এসে
স্বপ্ন দেবে ভালোবেসে
হাসছি যে ফিকফিক।
Comments :0