POETRY — TUMPA MITRA SARKAR | BEHISABI GHANTA— NATUNPATA | 10 JUNE 2024

কবিতা — টুম্পা মিত্র সরকার | বেহিসেবির ঘণ্টা — নতুনপাতা | ১০ জুন ২০২৪

ছোটদের বিভাগ

POETRY   TUMPA MITRA SARKAR  BEHISABI GHANTA NATUNPATA  10 JUNE 2024

কবিতা

বেহিসেবির ঘণ্টা
টুম্পা মিত্র সরকার

নতুনপাতা

আয়রে আমার ইতুল, মিতুল 
সঙ্গে নিবি দুটো পুতুল 
আজ হবে পিকনিক।


থাকবি কেন বদ্ধ ঘরে ? 
আজ খেলি চল তোদের তরে    
রেলগাড়ি ঝিকঝিক।


পড়া ফেলে মাঝে মাঝে 
বেহিসেবির ঘণ্টা বাজে 
রুটিনটা বেঠিক।


চাঁদের মামা আজকে এসে 
স্বপ্ন দেবে ভালোবেসে 
হাসছি যে ফিকফিক।

Comments :0

Login to leave a comment