বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ১৫ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ২০২৫ সালে অনূর্ধ্ব ১৭ বছর বয়স্ক বিশ্বকাপ ফুটবলে কোন্ দেশ জয়ী?
২. ২০২৫ সালে কোন্ দেশ স্কোয়াশ বিশ্বকাপ জয়ী?
৩. ভেনেজুয়েলা সম্বন্ধে কি জানো?
৪. কর্ণাটকের কোন্ ভারতনাট্যম নৃত্যশিল্পী বিশ্বরেকর্ড গড়েন?
৫. হরপ্পা, মহেন-জা-দারো ও সিন্ধু আবিষ্কার করেন কারা?
৬. বিশ্বের কোন্ দেশে খুব কম ভূমিকম্প হয়?
সমাধান
১. ২০২৫ সালে অনূর্ধ্ব ১৭ বছর বয়স্ক (পুরুষ বিভাগে ) পোর্তুগাল ফাইনালে ১-০ গোলে অষ্ট্রিয়াকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়।
২. ২০২৫ সালে ফাইনালে হংকংকে ৩-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বার স্কোয়াশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত।
৩. একদা স্পেনের উপনিবেশ দক্ষিণ আমেরিকার ক্যারাবিয়ান সাগরের তীরে অবস্থিত ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, ভাষা স্প্যানিশ,পতাকা হলুদ নীল লাল, সংসদের নাম ন্যাশনাল এসেম্বলি, মুদ্রার নাম ভেনেজুয়েলা বলিভার, প্রধান প্রাকৃতিক সম্পদ পেট্রোলিয়াম।
৪. ভারতের কর্ণাটকের উদুপির বিদূষী দীক্ষা পঞ্চম টানা ৯ দিন মোট ২১৬ ঘন্টা ভারতনাট্যম নৃত্য পরিবেশন করে গোল্ডেন বুক অব রেকর্ডসে স্থান পান।
৫. দয়ারাম সাহানি 'হরপ্পা', রাখালদাস বন্দ্যোপাধ্যায় 'মহেন-জা -দারো' এবং জন মার্শাল 'সিন্ধু' আবিষ্কার করেন।
৬. বিশ্বের প্রায় ১৭ টি দেশে খুব কম ভূমিকম্প হয়: ওমান, কাতার,বাহরিন, লিবিয়া, কুয়েত, জিম্বাবুয়ে,গাম্বিয়া, মালদ্বীপ, ফিনল্যান্ড, ডেনমার্ক ইত্যাদি।
Comments :0