বিপুল সম্পদের মালিক এমন ‘ডলার বিলিওনেয়ার’-দের সম্পত্তি এক বছরে ২.৫ লক্ষ কোটি ডলার বেড়েছে। ‘অক্সফামে’-র সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে।
অক্সফাম’র হিসেব এই অনুযায়ী যত টাকা বেড়েছে এক বছরে, সেই টাকায় বিশ্বের চরম দারিদ্র ২৬ বার দূর করা যেত। রিপোর্টে ইঙ্গিত, উগ্র দক্ষিণপন্থার রমরমার পর্বে মহাধনীদের পকেট ভরছে অস্বাভাবিক বেশি হারে।
রিপোর্টে বলা হয়েছে, একদিকে বিপুল বিত্তবানদের সম্পত্তি বাড়ছে। আরেকদিকে বিশ্বের প্রায় অর্ধেক এখনও দারিদ্রের মধ্যে রয়েছে। প্রতি চারজনে একজন যথেষ্ট খাবার পান না।
অক্সফাম’র রিপোর্টে গত এক দশককে বিলিওনেয়ারদের দশক আখ্যা দেওয়া হয়েছে।
বিলিয়ন বলতে বোঝায় একশো কোটি। ডলার থেকে টাকায় রূপান্তর করলে এক বিলিয়ন ডলার মানে প্রায় ১০ হাজার কোটি টাকা।
রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে এই প্রথম ডলার বিলিওনেয়ারদের সংখ্যা ৩ হাজারে পৌঁছেছে। সেই সঙ্গে বৈষম্য বেড়েছে লাফিয়ে।
উল্লেখ্য, বৈষম্যের নিরিখে বিশ্বে ওপরের দিকে রয়েছে ভারতও।
অক্সফামের রিপোর্টে বলা হয়েছে বিশ্বের ৬৬ দেশে সমীক্ষা চালানো হয়েছে। প্রায় অর্ধেক বলেছেন যে ধনীরা নির্বাচন কিনে নিচ্ছে। যে কারণে নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন বারবার জনতার বিক্ষোভ রাস্তায় নামছে।
রিপোর্টে বলা হয়েছে, অস্বাভাবিক বিত্ত এখন রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে। বিলিওনেয়াদের হাতে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য থাকার সম্ভাবনা একজন আম নাগরিকের তুলনায় ৪ হাজার গুন। কোটি কোটি মানুষ দারিদ্রের ফাঁদে আটকে আছেন। কিন্তু সরকারি নীতি পরিবর্তনে জন্য প্রভাব ফেলার সুযোগ এই অংশের সীমিত। এই অংশকে দাবি আদায়ে বারবার রাস্তায় নামতে হচ্ছে। এঁরাই বারবার স্বৈরাচারী দমনের শিকার হচ্ছেন।
অক্সফামের রিপোর্টে বিভিন্ন সরকারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, গণতন্ত্র এবং জনতার অধিকার রক্ষা করতে চরম বৈষম্যের এই চক্র ভাঙার মতো নীতি নেওয়া জরুরি।
Oxfam Report Billionaire's decade
মহাধনীদের দশকে রাজনৈতিক ক্ষমতা বিলিওনেয়ারদের মুঠোয়, রিপোর্ট অক্সফামের
কেনিয়ার নাইরোবিতে বিক্ষোভেরএই ছবি দেওয়া হয়েছে অক্সফামের রিপোর্টে।
×
Comments :0