Israel UNRWA

জেরুজালেমে রাষ্ট্রসংঘের ত্রাণ দপ্তর ভেঙে দিচ্ছে ইজরায়েল

আন্তর্জাতিক

পূর্ব জেরুজালেমে রাষ্ট্রসংঘের প্যালেস্তিনীয়দের ত্রাণ বিষয়ক বিভাগের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ইজরায়েলী সেনা। 
পাশাপাশি পালেস্তিনীয়দের সহায়তাকারী মানবিক গোষ্ঠীগুলির উপরেও কঠোর বিধিনিষেধ জারি করলো ইজরায়েল সরকার। 
'দ্যা ইউনিটেড নেশন রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি’ (ইউএনআরডাব্লিউএ) এক্স পোস্টে জানিয়েছে,ইজরায়েলী বাহিনী কর্মীদের ল্যাপটপ, ফোন বাজেয়াপ্ত করে । সেইসঙ্গে, শেখ জাররা এলাকায় সদর দপ্তর থেকে কর্মীদের জোর করে বেরিয়ে যেতে বাধ্য করে ওই বাহিনী। তার আরও জানায়, এই ঘটনা ইউএনআরডব্লিউএ'র ক্ষেত্রে নজিরবিহীন। এর আগে এমন ঘটনা ঘটেনি। শুধু তাই নয় পাশাপাশি গোটা ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। 
পালেস্তিনীয়দের সাহায্য করার জন্য ইজরায়েল দীর্ঘদিন ধরেই ইউএনআরডাব্লিউএ -এর নিন্দা করছে। পাশাপাশি গোষ্ঠীটির বিরুদ্ধে হামাসের সঙ্গে যোগসাজস থাকার অভিযোগ এনেছে ইজরায়েল। সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকারও করেছে রাষ্ট্রসংঘের এই সংস্থা। 
গাজায় একতরফা আগ্রাসনের পর্বে প্যালেস্তিনীয়দের জন্য ত্রাণ, খাদ্য সরবরাহের সব রাস্তা বন্ধ করে রেখেছিল ইজরায়েল। চরম দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করেছিল ইজরায়েলের সেনা। সেই সময়ে রাষ্ট্রসংঘের এই শাখা সামান্য হলেও ত্রাণ দেওয়ার চেষ্টা চালিয়েছে। এমন সব উদ্যোগকেই ‘সন্ত্রাসবাদী হামাসের সহযোগী’ বলে প্রচার করে গিয়েছে ইজরায়েল। 
এদিনও ইজরায়েলের বিদেশ মন্ত্রক বলেছে,  সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং হামাসের সঙ্গে সম্পর্ক থাকলেই নিষেধাজ্ঞা জারির আইন পাশ হয়েছে। সেই আইন অনুযায়ী উইএনআরডব্লিউএ’র দপ্তর ভাঙা হয়েছে। 
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক বিবৃতিতে বলেছেন, তিনি ইজরায়েলি বাহিনীর সঙ্গে সদর দপ্তরে গিয়েছিলেন। পাশাপাশি, ঐ দিনটিকে "ঐতিহাসিক দিন" বলে অভিহিত ও করেন তিনি ।

Comments :0

Login to leave a comment