Three-year-old child falls

নির্মীয়মান আবাসনের লিফটের খোলা জায়গায় পড়ে তিন বছরের শিশু মৃত্যু

কলকাতা

একটি নির্মীয়মান আবাসনের খোলা লিফটে পড়ে তিন বছরের এক ছেলের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার কলকাতার এন্টালি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানায় পুলিশ।
বুধবার দুপুরে শিশুটি তার মায়ের সাথে পাশের একটি বাড়ির চারতলার ছাদ থেকে কাপড় সংগ্রহ করতে গেছিল। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অনুমান পুলিশের।পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে শিশুটির মা তাকে একবার নিচে যেতে বলেছিলো। তারপর তিনি যখন নিচে আসেন তখন তিনি আর শিশুটিকে খুঁজে পাননা। সেদিন রাতেই এন্টলি থানায় নিখোঁজ সংক্রান্ত ডাইরি করে  শিশুটির বাবা। 
অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ ওই নির্মীয়মান আবাসন ও তৎসংলগ্ন এলাকায় শিশুটির খোঁজে অভিযান চালায়।  ওই আবাসনের লিফট বসানোর জন্য খোলা জায়গাটি থেকেই ওই শিশুটির অচৈতন্য দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটির মৃত্যু বলে জানায় ডাক্তার।  

Comments :0

Login to leave a comment