বলতে পারো
অমল কর
নতুনপাতা
১৩ জুন ২০২৪ সমাধান
জিজ্ঞাসা
১) জার্মানি ফুটবল দলের প্রখ্যাত খেলোয়াড়, অধিনায়ক ও কোচ 'ফ্রাঞ্জ বেকেনবাওয়ার' সম্বন্ধে কি জানো সংক্ষেপে বলো।
২) ২০২৪ সালে কোন্ দল চ্যাম্পিয়ন ফুটবল লিগ জয়ী?
৩) কোন্ সংস্থা ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করে?
৪) ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি?
৫) ভারতের বৃহত্তম জেলা কোনটি?
৬) বিশ্বের কোন্ প্রাণীর সবচেয়ে বেশি পা (leg) আছে?
সমাধান
১) জার্মানির প্রখ্যাত ফুটবল খেলোয়াড়, অধিনায়ক ও কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার 'ডের কাইজার' নামে পরিচিত। ১৯৭৪ সালে তিনি দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন। ১৯৯০ সালে দলের তৃতীয় বিশ্বকাপ জয়ে তিনি ছিলেন কোচ। তিনি পশ্চিম জার্মানির হয়ে ১০৩ টি ম্যাচ এবং বেয়ার্ন মিউনিখের হয়ে ৫৮২ ম্যাচ খেলেন।
২) ২০২৪ সালে চ্যাম্পিয়ন ফুটবল লিগ জয়ী রিয়েল মাদ্রিদ দল। ফাইনালে ২-০ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারায়। গোলদাতা কার্ভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র। রিয়েল মোট ১৫ বার জয়ী।
৩) টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছি পরিষদ ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করে(পুরস্কার অর্থমূল্য ৭ লক্ষ টাকা)।
৪) কর্নাটকের শরাবতী নদী পশ্চিমঘাট পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হোন্নাভারে আরবসাগরে মেশার আগে ২৫৩ মিটার উচ্চতা থেকে রাজা,রানি,
রকেট ও রোরার __এই ৪ ধারা একত্রে মিলে যোগ জলপ্রপাত। এটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত।
৫) গুজরাতের কচ্ছ ভারতের বৃহত্তম জেলা।এখানে ১০টি তালুকা, ৯৩৯ টি গ্ৰাম, ৬টি পুরসভা আছে।
৬) আমেরিকার ক্যালিফোর্নিয়ায় খানিকটা কেন্নোর মতো দেখতে "অ্যালাকমে প্ল্যানিক্স" নামক মিলিপিড প্রজাতির ৭৫০ টা পা (leg) আছে।
Comments :0