বলতে পারো
অমল কর
নতুনপাতা
বৃহস্পতিবার
জিজ্ঞাসা
১)কত বছর অন্তর এখন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়?
২)কবে কোথায় কত বিষয়ে এবার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে?
৩) ভারতের হয়ে কোন্ কোন্ বিষয়ে মোট কতজন
প্রতিযোগী এবার অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন?
৪) ভারত বিগত (গ্ৰীষ্ণকালীন) অলিম্পিক গেমসে মোট কতগুলো পদক জয়ী? চ্যাম্পিয়ন দল মোট কত পদক জেতে?
৫) বিশ্বের কনিষ্ঠতম পুরুষ ও মহিলা অলিম্পিয়ান কে কে?
৬) এবার অলিম্পিক ফুটবল খেলা কবে থেকে শুরু, কতগুলো দল খেলবে, ফাইনাল খেলা কবে?
সমাধান
১) এখন ইংরেজি মাসের লিপ ইয়ারে (যেমন ২০২৪, ২০২৮) গ্ৰীষ্ণকালীন অলিম্পিক গেমস হয়। শীতকালীন অলিম্পিক গেমস হয় লিপ ইয়ার বছরের ২ বছর পর(যেমন ২০২২, ২০২৬)।
২) এবার (২০২৪) গ্ৰীষ্ণকালীন অলিম্পিক গেমস হবে ৩২ বিষয় নিয়ে ফ্রান্সের প্যারিসে ২৭ জুলাই থেকে (ফুটবল ২৪ শে জুলাই থেকে) ১১ আগস্ট পর্যন্ত।
৩) ভারতের হয়ে মোট ১১৭ জন ক্রীড়াবিদ (২৯ জন অ্যাথলেটিক্স , ২১ জন শুটার, হকিতে ১৯জন, টেবিল টেনিসে ৮জন, ব্যাডমিন্টনে ৭ জন, ৬ জন করে কুস্তি বক্সিং তিরন্দাজিতে, গলফে ৪জন, লনটেনিসে ৩ জন, সেলিং ও সাঁতারে ২ জন করে, আর ১ জন করে ভারোত্তোলন,রোমিং,জুডো ও অসিচালনায়)এবার অলিম্পিকে অংশ নেবেন।
৪) বিগত (টোকিও) অলিম্পিকে ভারত ১ টি সোনা, ২টা রুপো ও ৪ টি ব্রোঞ্জ, মোট ৭টি পদক জেতে, যেখানে চ্যাম্পিয়ন ইউএসএ ৩৯ টি সোনা ৪১ টি রুপো ৩৩টি ব্রোঞ্জ মোট ১১৩ টি পদক জেতে।
৫) অলিম্পিকে সর্বকনিষ্ঠ পুরুষ প্রতিযোগী হলেন জার্মানির ক্লজ জার্তা (১৩ বছর ২৮৩ দিন) ১৯৬০ সালে গ্ৰীষ্ণকালীন রোম অলিম্পিকে এবং বার্লিনে ১৯৩৬ সালে শীতকালীন অলিম্পিকে সর্বকনিষ্ঠা মহিলা প্রতিযোগিনী হলেন ইউএসএ-র( ১৩ বছর ২৬৮ দিন বয়স্কা) মার্জোরি গেস্ট্রি়ং।
৬) এবার অলিম্পিক ফুটবল শুরু ২৪ জুলাই। ৪টি গ্ৰুপে ৪টি করে দল নিয়ে মোট ১৬ টি দল লিগ-কাম-নক আউট প্রথায় খেলবে। ফাইনাল হবে ৯ আগস্ট।
Comments :0