বলতে পারো
অমল কর
নতুনপাতা
বৃহস্পতিবার
জিজ্ঞাসা
১) কে ছিলেন মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা?
১) মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা কত নামে পরিচিত?
২) কোথায় জন্মেছেন মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা?
৩) আন্তর্জাতিক নাসিরুদ্দিন হোজ্জা উৎসব কবে কোথায় পালিত হয়?
৪) ইউনেসকো ঘোষিত আন্তর্জাতিক নাসিরুদ্দিন বর্ষ কবে পালিত হয়েছে?
৬) মোল্লা নাসিরুদ্দিন হোজ্জার অমর সাহিত্যকীর্তি সম্বন্ধে কয়েকলাইন লেখো।
সমাধান
১) মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা ছিলেন মধ্যযুগীয় মধ্যএশীয় সুফিসাধক ও দার্শনিক।ইশপের গল্প, ঠাকুমার ঝুলি,গোপাল ভাড়,খনা প্রমুখের গল্প বা বচনের মতো হাস্যরসাত্মক স্যাটায়ার চালাকি দ্বারা অন্যকে বোকা বানানো মজারু উত্তরণ ও উপসংহার সমৃদ্ধ গল্পকার তিনি।
২) আবু আল-গুসন দিজাইন আলফিজারি নামে নাসিরুদ্দিন পরিচিত। চিনে তাঁকে ডাকা হয় নাসিরুদ্দিন এফেন্দি নামে। তাঁর ডাকনাম আনা(আবা)ঘুসন।
৩) মোল্লার জন্ম ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কের আকশেহি বা এসকিহির প্রদেশের সিভরিহিসারের হোর্তু বা খোর্তো গ্ৰামে। চিনের উইঘুর মুসলিমরা মনে করেন তাঁর জন্ম চিনে।
৪) আন্তর্জাতিক নাসিরুদ্দিন হোজ্জা উৎসব আড়ম্বরের সাথে পালিত হয় প্রতিবছর ৫__১০ জুলাই তুরস্কের আকশেহিতে মোল্লার সমাধিস্থলে।
৫) ইউনেসকো ঘোষিত আন্তর্জাতিক নাসিরুদ্দিন বর্ষ পালিত হয় ১৯৯৬-৯৭ সালে।
৬) মোল্লার অসাধারণ গল্প জগৎজোড়া খ্যাত ।কথিত আছে তাঁর দুর্বোধ্য হাতের লেখা মোল্লা ছাড়া প্রায় কেউ পড়তে পারত না। রুশ মান্দারিন ফারসি গ্ৰিক স্প্যানিশ কুর্দি উর্দু আরবি হিন্দি গুজরাতি বাংলা সহ বিশ্বের বিভিন্ন ভাষায় তাঁর গল্প অনূদিত হয়েছে।সত্যজিৎ রায় -এর মোল্লা নাসিরুদ্দিনের গল্প প্রসিদ্ধ। তাঁর গল্প সংকলন The Pleasantries of the Incredible Mulla Nasiruddin (1968)।
Comments :0