SIR Protest In Siliguri

এসআইআর, প্রতিবাদ শিলিগুড়িতে , স্মারকলিপি প্রদান

জেলা

অনিন্দিতা দত্ত: শিলিগুড়ি 

এসআইআর এবং ভোটার তালিকায় নাম বাছাই সংক্রান্ত সমস্যা ও হয়রানির ফলে জনগনের মধ্যে যে অসন্তোষ তৈরী হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে ‘এসডিও অফিস চলো’ কর্মসূচি হয়েছে। সোমবার দুপুরে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে থেকে এসআইআর'র নাম করে যোগ্য ভোটারদের নাম খারিজ করা চলবে না এই দাবি জানিয়ে এসডিও অফিস চলো কর্মসূচিতে সামিল হয়ে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হয়। একে কেন্দ্র করে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে বাইক মিছিল করে এসডিও অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, গৌতম ঘোষ, নুরুল ইসলাম, দিলীপ সিং সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ। 
সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি এসডিও'র মাধ্যমে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের উদ্দেশ্যে প্রেরন করা হয়েছে। এই ধরনের পদক্ষেপ গ্রহণের আগে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করা, ভোটারদের নাম মুছে ফেলার দায়িত্ব সংশ্লিষ্ট বিএলও'দের। কোনও নির্দিষ্ট জায়গার ভোটার হিসেবে নিজেদের বৈধতার দাবি যাচাই করার দায়িত্ব কোন সাধারণ ভোটারের উপর না চাপানোর বিষয়ে স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে। যদি বিএলও কোন বিদ্যমান ভোটারকে গননা ফর্ম সরবরাহ করতে ব্যর্থ হয় এবং সেই ভোটার ফর্মটি সংগ্রহ করার প্রক্রিয়া সম্পর্কে অবগত না থাকেন তাহলে তার নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে। যে সব এলাকায় স্বাক্ষরতার স্তর কম এবং যেখানে ইন্টারনেট এবং ই স্বাক্ষরতার অ্যাক্সেস সিমিত সেখানে ভোটাররা নিজেরাই এই ফর্মগুলি ডাউনলোড বা আপলোড করবেন সেটা আশা করা অবাস্তব। এই বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। এছাড়াও স্মারকলিপিতে উল্লেখিত দাবিত মধ্যে রয়েছে সকল বিদ্যমান ভোটারদের বাসস্থান সহ প্রয়োজনীয় কাগজপত্র, প্রমানপত্র, পিতা মাতার নথিপত্র সরবরাহের জন্য নির্বাচন কমিশনের হয়রানি বন্ধ করা, অসংখ্য ভোটার চাকরি বা অন্যান্য কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন, যারা এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে ফিরে আসতে পারবেন না। এমন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা চলবে না ইত্যাদি। পাশাপাশি সম্পূর্ন প্রক্রিয়াটি এনআরসি'র অনুরূপ। এসআইআর ভোটারদের একটি নির্দিষ্ট অংশকে লক্ষ্য করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করার বিষয়টিও স্মারকলিপিতে দাবি আকারে তুলে ধরা হয়েছে। বিক্ষোভ চলাকালীন সিপিআই(এম) প্রতিনিধিদল এসডিও অফিসের ভেতরে গিয়ে এসডেও'র হাতে স্মারকলিপি তুলে দেন। 
জেলা সম্পাদক সমন পাঠক বলেন, "গোটা দেশ জুড়ে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিহার নির্বাচনকে কেন্দ্র করে এসআইআর'র নাম করে যে ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজ্য সহ দার্জিলিঙ জেলাতেও মানুষের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে। কে কোথাকার নাগরিক প্রমানপত্র নথিপত্রের নাম করে বিভিন্নভাবে জেলাবাসীদের হয়রানি করা হচ্ছে। স্পষ্ট করে বলা হয়েছে সাধারণ গরীব খেটে খাওয়া মানুষ যারা বিভিন্ন জায়গায় বসবাস করছেন যাদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত আছে এইরকম প্রকৃত একটা মানুষের নামও তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। ভুয়ো ভোটার বা যাদের মৃত্যু হয়েছে তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। দার্জিলিঙ জেলা ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ গ্রহনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে কথা বলতে হবে। বিএলও রাজনৈতিক দিক থেকে প্রভাবিত হয়ে আছে কিনা সেই বিষয়টিও যাচাই করতে হবে। " তিনি বলেন আগামীদিনে এর বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

Comments :0

Login to leave a comment