Sfi Kolkata

দেশ আর লেখাপড়া বাঁচানোর স্লোগানে শেষ ছাত্র সম্মেলন

কলকাতা

 ‘‘দেশরক্ষার পথে মিছিলের বাঁক, মুক্তির সিলেবাসে পূর্ণতা পাক। স্কুলগেটে স্ফুলিঙ্গ ক্যাম্পাসে ঝাঁক, লেখাপড়া বাঁচানোর লড়াইয়ের ডাক’’। দেশ রক্ষা ও লেখাপড়া বাঁচানোর প্রত্যয়ী স্লোগানকে সামনে রেখে শনিবার শেষ হলো এসএফআই’র কলকাতা জেলার ৩৩তম সম্মেলন। 
শুক্র ও শনিবার দু’দিন ধরে চলে সম্মেলনের প্রতিনিধি অধিবেশন। সম্মেলনে ২৮৭জন প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে আলোচনায় উঠে এসেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ মহানগরের আর্থ-সামাজিক বিভিন্ন দিকের নানা কথা। আলোচনায় উঠে এসেছে ক্যাম্পাসে ছাত্র নামধারী তৃণমূল দুষ্কৃতীদের দৌরাত্ম্যের কথা। শাসক দলের নেতা, তৃণমূল ছাত্র পরিষদ থেকে কোথাও কোথাও এবিভিপি’র মিলিত যোগসাজশের কথা। 
গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস সহ মহানগরের সংখ্যালঘু এলাকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যে আতঙ্ক, আশঙ্কার আবহ তৈরি হয়েছে সে বিষয়ও উঠে এসেছে প্রতিনিধিদের আলোচনায়। প্রতিনিধিরা অনেকেই স্কুল পাঠরত ছাত্র—ছাত্রীদের মধ্যে প্রগতিশীল ভাবনাচিন্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে জোর দেওয়ার দাবি তুলেছেন। সকলের শিক্ষার অধিকার নিয়ে এসএফআই ধারাবহিক লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে বর্তমান ব্যবস্থায় গরিব ঘরের মেধাবী ছাত্র-ছাত্রী যারা আর্থিক দুরবস্থার কারণে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, তাদের সহায়তা করার ব্যবস্থার মধ্য দিয়ে লেখাপড়ার মূলস্রোতে থাকার বিষয়েও উদ্যোগের দাবি তুলেছেন প্রতিনিধিরা। 
৩৩তম সম্মলনের সাফল্য কামনা করে এদিন গণসংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ও সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু, সম্মেলনকে অভিনন্দন জানিয়ে এছাড়াও বক্তব্য রেখেছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, এসএফআই’র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদক পৌলবী মজুমদার, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা সম্পাদক শিব্যেন্দু ঘোষ, এবিপিটিএ’র পক্ষে সোনালি চৌধুরি, ড. উৎপল ব্যানার্জি প্রমুখ।
সম্মেলন থেকে ৯০ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। ২৮ জনের সম্পাদকমন্ডলী। নতুন জেলা কমিটির সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় ও সম্পাদক দীধিতি রায়।

 

 

Comments :0

Login to leave a comment