Siliguri CPI(M)

শিলিগুড়িতে বুথে বুথে জনসংযোগে সিপিআই(এম)

জেলা

এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ ও নানা সমস্যা শুনতে সিপিআই(এম)’র উদ্যোগে শুরু হয়েছে বুথে চলো কর্মসূচি। সিপিআই(এম) শিলিগুড়ি ১নম্বর এরিয়া কমিটির পক্ষে বুধবার বুথে চলো কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া মিলেছে। ১নম্বর এরিয়া কমিটির অন্তর্গত সমস্ত ওয়ার্ডের বুথগুলোতে সিপিআই(এম) কর্মী সমর্থক নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে এলাকা সহ সেখানকার সাধারণের সমস্যাবলী শুনছেন। কথা বলেছেন ও আলোচনা করেছেন এলাকাবাসীদের সঙ্গে। বেশ কিছু মূল সমস্যা চিহ্নিত করাও হয়েছে। 
বুধবার প্রথমদিনের বুথে চলো কর্মসূচি শুরু হয় শিলিগুড়ি চম্পাসারি সংলগ্ন নেতাজী নগর কলোনি এলাকা থেকে। এছাড়াও প্রধাননগর সহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে কর্মসূচি হয়েছে। শহরের অনুন্নয়নের নানা প্রশ্ন, পানীয় জলের সমস্যা, দাবিদাওয়া তুলে ধরেছেন সাধারণ শহরের বাসিন্দারা। পানীয় জলের সমস্যা, টাইম কলগুলো থেকে ঘোলা জল বের হওয়া, শহর জুড়ে চুরি, ছিনতাই, রাহাজানির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গরীবের বন্ধ ভাতা, নিকাশী নালার বেহাল দশা, যানজট সমস্যা সহ নানা বিষয়ে ওয়ার্ড বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অনুন্নয়ন, চাকরি চুরি ও বিজেপি’র বিভাজনের রাজনীতিতে সরব হতে দেখা গেছে এলাকার সাধারণ মানুষদের। এদিনের কর্মসূচিতে ছিলেন সিপিআই(এম)দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, মুকুল সেনগুপ্ত, সৌরভ সরকার, লক্ষ্মন ঘোষ, জয় ছেত্রী, বিমান ভট্টাচার্য, মনিকা ছেত্রী, শিবানী মজুমদার সহ অন্যান্যরা। ইতোমধ্যেই শিলিগুড়ি সিপিআই(এম) ২নম্বর এরিয়া কমিটির পক্ষে গোটা মে মাস জুড়ে বুথে চলো কর্মসূচী ধারাবাহিকভাবে চলছে।

Comments :0

Login to leave a comment