ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা এবং এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী জানিয়েছেন কবি সুকান্তের সৃষ্টি থেকেই দেওয়া হয়েছে স্লোগান- ‘সময় হয়েছে নতুন খবর আনার’। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, ‘যুবশক্তি’-র সম্পাদক সরোজ দাস সহ নেতৃবৃন্দ।
ছাত্র-যুব নেতৃবৃন্দ জানিয়েছেন যে ১৬ আগস্ট, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে, সংগঠনের সব ইউনিটে দিনটি পালন করে শুরু হবে এই ছাত্র-যুব উৎসব। এর পর রাজ্যের ৬৬০টি লোকাল স্তরে হবে এই উৎসব। জেলা ও রাজ্য স্তরে অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে হবে প্রতিযোগিতা। আবৃত্তি প্রতিযোগিতা হবে বয়স ভিত্তিক। ক্রীড়া, নাচ, ক্যারম, ভলিবল, দাবা, বিতর্ক ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হবে। ১৪ বছর বয়স থেকে সর্বসাধারণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও নজরুলগীতি রবীন্দ্রসংগীত, লালনগীতি,গণসংগীত প্রতিযোগিতাও হবে। উর্দু , হিন্দি কবিতা এই উৎসবে থাকবে। সাঁওতালি ভাষায় গান ও নৃত্য প্রতিযোগিতা হবে।
ধ্রুৱজ্যোতি এদিন বলেন, রাজ্যের শাসক দল অপসংস্কৃতি চাপিয়ে দিচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় নিয়ম মাফিক ছাত্র যুব উৎসব হতো। তা এখন হয় না। যুবদের কাজ নেই, শ্রমিকের মজুরি নেই, ফসলের দাম নেই কৃষকের। সকালে এক কাজ করে ফের রাতে আরেক কাজ করতে হচ্ছে। বাড়ছে নেশাগ্রস্ততা। ছড়ানো হচ্ছে নেশাতুর করে দেওয়ার সংস্কৃতি।
১২ আগস্টই ড্রাগ বিরোধী লড়াইয়ে শহীদ হন দক্ষিণদাঁড়ির দিলীপ মণ্ডল। তাঁকেও স্মরণ করেছেন ছাত্র-যুব নেতৃবৃন্দ।
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে রাজ্য জুড়ে হবে ছাত্র-যুব উৎসব। এসএফআই এবং ডিওয়াইএফআই ইউনিট থেকে রাজ্যস্তরে হবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। মঙ্গলবার দুই সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করেছে এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃ
Comments :0