আর জি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উদ্বেলিত হয়েছিল কলকাতা থেকে রাজ্য তথা দেশ। ১৪ অগাস্ট ২০২৪ সালে রাত দখলের কর্মসূচি পালন করা হয় রাজ্যের সর্বত্র। এবছরও সর্বত্র রাত দখল করার জানিয়েছে এসএফআই ডিওয়াইএফআই। কলকাতার শ্যামবাজারে ১৪ তারিখ ছাত্র যুব মহিলাদের তরফে বিকেল ৪টে থেকে টানা অবস্থান কর্মসূচি করা হবে। গোটা দিন রাতভর চলবে এই অবস্থান।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেছেন যে আমরা ২৭ দিন টানা অবস্থানে ছিলাম অভয়ার ন্যায়বিচারের জন্য। এই বছরও আমরা গোটা রাজ্য জুড়ে রাত দখল করবো। এরপর প্রয়োজনে ফের ধারাবাহিক আন্দোলনে আমরা নামবো।
ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অয়নাংশু সরকার বলেন,"গতবছরের ৯ অগাস্ট থেকে বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় ছিল। ন্যায়বিচারের আন্দোলনে এখনও রাস্তায় লড়াই চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের আপামর জনগণের কাছে আবেদন করেছি এই দুর্নীতি দুষ্কৃতীরাজকে বন্ধ করার জন্য আমাদের লড়াইয়ে সাথ দিন।"
প্রসঙ্গত, আর জি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর প্রথম এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃবৃন্দ ছুটে যান হাসপাতালে। পরিবারকে হটিয়ে শববাহী গাড়ি দেহ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। নেতৃবৃন্দ সেই গাড়ি আটকানোর চেষ্টা করেন। পানিহাটি শ্মশানে তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়। এই নিয়ে নানান প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে।
Comments :0