ক্রিকেট মানেই উত্তেজনা এবং লড়াই। গলি ক্রিকেট বরাবরই প্রিয় এলাকায়।
সেকথা মাথায় রেখেই ডিওয়াইএফআই যাদবপুর আঞ্চলিক কমিটির অন্তর্গত বাপুজিনগর ইউনিট ফের আয়োজন করল এমন খেলা। এটি ছিল এই টুর্নামেন্টের তৃতীয় সিজন।
এবার এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল ‘তিলোত্তমা কাপ’। এমনকি, একটি ‘মিক্সড জেন্ডার’প্রদর্শনী ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়। সেখানে একটি দলের নাম ছিল ‘তিলোত্তমা ব্রিগেড’ এবং অপর দলের নাম ছিল ‘তামান্না ব্রিগেড’।
মোট ১৬টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। প্রত্যেকটি দলে ছিলেন ৫ জন করে খেলোয়াড়। চার ওভারের ম্যাচ হয়।
নিঃসন্দেহে দুর্দান্ত ক্রিকেট উপভোগ করেন সবাই। গ্রুপ পর্যায় এবং নকআউট মিলিয়ে বেশ কয়েকটি ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হয়। অঞ্চলের প্রচুর যুবক টুর্নামেন্টে অংশ নেন। ‘এস বয়েজ’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘সৌরভ ক্লাউড কিচেন’।
রবিবার ফাইনালে ছিলেন ডিওয়াইএফআই কলকাতা জেলার সম্পাদক শ্রীজিব গোস্বামী সহ নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন গণ আন্দোলনের নেতৃত্ব সুদীপ সেনগুপ্ত, পৃথা তা সহ অনেকেই।
GULLY CRICKET
যাদবপুরে ‘গলি ক্রিকেট’ টুর্নামেন্ট ডিওয়াইএফআই’র

×
Comments :0