লাস ভেগাসের ফ্রিস্টাইল চেস প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে গেলেন ভারতের অর্জুন এরিগায়েসি। আর্মেনিয়ার লেভন এরোনিয়ানের কাছে ০-২ ব্যবধানে হেরেই এই প্রতিযোগিতায় দৌড় শেষ হল এই ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যামের এই প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে অর্জুন জায়গা করে নিয়েছিলেন শেষ চারে। কোয়ার্টারে তারকা ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দিয়েছিলেন অর্জুন। তবে ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই রয়ে গেল তার। অন্য ম্যাচে প্রজ্ঞানন্দ জার্মানির ভিনসেন্ট কেইমারকে প্লে অফ রাউন্ডে হারিয়েছে।
FREESTYLE CHESS GRAND SLAM
ফ্রিস্টাইল দাবার সেমিফাইনালে হার অর্জুনের

×
Comments :0