এসএসকেএমের লিটন হোস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হলো নার্সিং পড়ুয়ার দেহ। হোস্টেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ঝলন্ত অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। তারা জানিয়েছেন দীর্ঘক্ষন দরজা বন্ধ থাকায় বাকি আবাসিকরা বাইরে থেকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোন আওয়াজ না পাওয়ায় বাধ্য হয়ে ভবানীপুর থানায় খবর দেওয়া হয়। আধিকারিকরা এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই নার্সিং পড়ুয়ার দেহ তারা উদ্ধার করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের অনুমান তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে মৃত্যু তা নিশ্চিত হওয়ার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
রায়গঞ্জের বাসিন্দা এই পড়ুয়া কয়েকদিন ধরে চুপচাপ ছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। লালবাজার হোমিসাইড বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। সহপাঠীদের সাথে কথা বলে তারা জানার চেষ্টা করছে সব কিছু।
Noursing student suicide
নার্সিং পড়ুয়ার রহস্য মৃত্যু

×
Comments :0