Crop Insurance Protest

কৃষকের শস্যবিমার টাকা অন্য অ্যাকাউন্টে, তুমুল বিক্ষোভ দাঁতনে

জেলা

শস্যবিমার টাকা লুটে বিক্ষোভ দাঁতনে।

চিন্ময় কর: দাঁতন

কৃষকের শস্যবিমার টাকা কৃষকের নির্দিষ্ট অ্যাকাউন্টে ঢুকছে না। হাতে গোনা চার-পাঁচটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হচ্ছে। দাঁতন-২ নম্বর ব্লকের কৃষি দপ্তর ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। হাজার হাজার ক্ষতিগ্রস্ত কৃষকক বিক্ষোভে নেমে দু্র্নীতিতে জড়িতদের শাস্তির দাবি তুললেন। 
বিক্ষোভরত কৃষকরা বলেন, আবাস বরাদ্দ, এমনকি বিধবা, বয়স্ক সহ নানান সরকারি ভাতা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে অন্যের অ্যাকাউন্টে সরানো হচ্ছে তৃণমূলের রাজত্বে। এখন শস্য বিমার টাকাও পাচার করছে এই সরকার ও প্রশাসন। 
গত ২৭ মার্চ শিলাবৃষ্টিতে জেলার দাঁতন-১ , দাঁতন-২,  কেশিয়াড়ী, নারায়ণগড়, মোহনপুর ব্লকের বেশ কিছু করে মৌজার পাকা ধান, বাদাম, তিল সবজির ক্ষতি হয় প্রতি বছর। শস্যবিমার আবেদন করায় ১৩৪ কোটি টাকা বরাদ্দ হয়। তা নিয়ে তৃণমূল তাদের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানের নামে জয়ধ্বনির মিছিলও বের করে। আজ এত বড় দুর্নীতি সামনে এলেও সেই বিধায়ক সহ তৃণমূলের নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সবাই নীরব।
দাঁতন-২ নম্বর ব্লকের শাসকদল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বদ্ধভূমি জেনকাপুর-২ গ্রাম পঞ্চায়েত। কাউকে নমিনেশন করতে না দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রয়েছে। আর সেই সন্ত্রাসের বদ্ধভূমির ২০ টি মৌজা জুড়ে শতশত ক্ষতিগ্রস্ত।

Comments :0

Login to leave a comment