দেশজুড়ে বিভিন্ন ফার্মা কর্পোরেট ওষুধের লাগামছাড়া দাম বাড়াচ্ছে। শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোড পাশ করে বিপণন কর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে। সেই শ্রম কোড বাতিল করতে হবে। বিপণন কর্মীদের এমন বিভিন্ন দাবি নিয়ে ১৭ ও ১৮ নভেম্বর মুম্বাই ও দিল্লিতে সমাবেশ করছে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফএমআরএআই)।
সোমবার মুম্বাইয়ের পর মঙ্গলবার দিল্লির সংসদ ভবনের সামনে যন্তর-মন্তরে চলছে এই প্রতিবাদ কর্মসূচি। এখানে মূলত চারটি শ্রম আইন বাতিল ও বিপণন কর্মীদের জন্য কাজের বিধিবদ্ধ সময়ের দাবি তুলেছে সমাবেশ।
বহু বিপণন কর্মী প্রতিবাদে অংশ নিয়েছেন। সিআইটিইউ সাধারণ সম্পাদক তপন সেন, সংগঠনের অন্যতম নেতা জে এস মজুমদার, বীরেন্দ্র কৌর সহ নেতৃবৃন্দ এদিন দিল্লির যন্তরমন্তরের সামনে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।
পাশাপাশি এফএমআরএআই'র সভাপতি কৃষ্ণনাদ লেডও এই মিছিলে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রেখেছেন তপন সেন সহ নেতৃবৃন্দ।
এফএমআরআই'র কলকাতা জেলার সহ সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য বলেছেন যে শ্রম কোড চালু হলে সব শ্রমিক কর্মচারীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। তাদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। বিপণন কর্মীদের কোনো বিধিবদ্ধ কাজের নিয়ম নেই। তারা কি কি কাজ করবেন, কতক্ষণ কাজ করবেন, নিয়মাবলী কী হবে তার কোন সুনির্দিষ্ট নিয়ম নেই। ২০১৭ সালে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেখানে একটি বিধিবদ্ধ নিয়মাবলী প্রণয়ন করার আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ভাবে নিশ্চুপ।
এফএমএআরআই নেতৃবৃন্দ বারবারই বলেছেন যে ফার্মা কর্পোরেটরা বিপণন কর্মীদের ওপর কাজ চাপিয়ে দিচ্ছে নিয়মবিধি না মেনে। দমন-পীড়ন চলছে। কেন্দ্রীয় সরকার আইনের মাধ্যমে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাজই তুলে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়গুলিকে সামনে রেখে গোটা দেশজুড়ে বিপণন কর্মীদের একজোট করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
workers protest
শ্রম কোড বাতিলের দাবিতে দিল্লিতে লড়াকু জমায়েত বিপণন কর্মীদের
দিল্লির সংসদ ভবনের সামনে বক্তব্য রাখছেন সিআইটিইউ সাধারণ সম্পাদক তপন সেন।
×
Comments :0