‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’ এই আহ্বান জানিয়ে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল হয়েছে শিলিগুড়িতে। বুধবার বিকেলে সিপিআই(এম) শিলিগুড়ি ২নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল হয়। বিধান রোডের গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড ধরে অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। জম্বু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় হতাহতদের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি এই জঘন্য হিংসার ঘটনায় যুক্ত অপরাধীদের শাস্তি এবং ন্যায় বিচারের দাবিতে কেন্দ্রীয় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মিছিল থেকে আওয়াজ উঠেছে। এদিনের মিছিলে ছিলেন জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, সৌরভ সরকার, জয় চক্রবর্তী, তানিয়া দে, ফিরোজ আহমেদ, বুলবুল চ্যাটার্জি, দেবাশীষ দত্ত, সুরজ কুন্ডু সহ অন্যান্যরা।
Comments :0