চীনের তাইপেই ওপেনের সেমিইনালে হার উন্নতির। ১৭বছরের উন্নতি হুডা হারলেন জাপান তোমোকা মিয়াজাকির কাছে । এই মুহূর্তে বিশ্ব র্যাংকিংয়ে অষ্টম স্থানে রয়েছেন তোমোকা । ২০২৩সালে ইন্দোনেশিয়া মাস্টার্সে সুপার ১০০তে চ্যাম্পিয়ন , কোরিয়া মাস্টার্সে রানার্স , ২০২৪সালে অর্লিয়ান্স মাস্টার্সে চ্যাম্পিয়ন এবং চায়না ওপেনে রানার্স হয়েছিলেন তোমোকা। উন্নতিকে ১৯-২১এবং ১১-২১ ব্যবধানে হারিয়েছেন তোমোকা।
TAIPEI OPEN SUPER 300
তাইপেই ওপেনে হার উন্নতি হুডার

×
Comments :0