রানিকুঠির ফ্লিপকার্টের পর এবার খানপুরের ব্লিঙ্কিট রাইডার্স গিগ শ্রমিকরা ধর্মঘটে। তাঁরা তাঁদের পাওনা এবং অন্যান্য সমস্যার সমাধানের দাবিতে ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই বাধ্য হয়ে ধর্মঘট শুরু করলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের ধর্মঘট চলবে বলে জানা গিয়েছে।
টালিগঞ্জের নেতাজিনগর থানা এলাকায় বাঁশদ্রোণী সংলগ্ন খানপুর ইন্ডাস্ট্রিয়ালে ৬০ জন ব্লিঙ্কিট রাইডার্স বৃহস্পতিবার ২০২৬-এর জানুয়ারির প্রথম দিনেই কার্যত বাধ্য হয়ে ধর্মঘট শুরু করেছেন। তাঁদের মূল অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত দু'মাস ধরে বারংবার তাঁদের পারিশ্রমিক ও অন্যান্য সমস্যার সমাধানের বিষয়ে আবেদন নিবেদন করা সত্ত্বেও কর্তৃপক্ষ কর্ণপাত করেননি বলে অভিযোগ।
গিগ শ্রমিকদের পক্ষে বিশ্বজিৎ নস্কর বললেন, আমরা ব্লিঙ্কিট রাইডার্সরা যে সব কারণে ধর্মঘট করছি তার মধ্যে মূল কারণ নিম্নতম পারিশ্রমিক। পে-আউটের যে সমস্যা রয়েছে, তা নিয়ে গত দু'মাস ধরে সবাই মিলে পরিচালকদেরকে (ম্যানেজমেন্ট) বলা সত্ত্বেও তাঁরা শুনছেন না। বাধ্য হয়ে আমরা ধর্মঘটে সামিল হয়েছি। নিম্নতম দু'কিলোমিটারে ১৫ টাকা থেকে ১৬ টাকা করে অর্ডারপিছু দিচ্ছেন কর্তৃপক্ষ।এভাবে আমাদের চলবে না। এমনকি, বুধবার বর্ষশেষের উৎসবের দিনেও হাই আর্নিং ছিল, হাই অর্ডার ছিল। তা সত্ত্বেও একই দর, একই অর্ডার আমরা পেয়েছি অন্যান্য সাধারণ দিনের মতো।
দিনে ১২/১৫ ঘন্টা কাজ করার পরেও এঁদের দৈনিক আয় ৫০০/৬০০ টাকারও কম, কেউ কেউ শনি/রবিবার (সপ্তাহের যে দু'টো দিন অর্ডারের পরিমাণ অন্যদিনের অপেক্ষায় বেশি থাকে) ৯ ঘন্টা কাজ করেও মাত্র ২২১ টাকা, কেউ ২৩৭টাকা পারিশ্রমিক পেয়েছেন। বাইকের মাসিক কিস্তি, তেলের খরচ নিজেদেরকেই বহন করতে হয়। দুর্ঘটনা বা চিকিৎসার প্রয়োজনের খরচও নিজেদের। রাত্রিকালীন ডেলিভারির ক্ষেত্রে সুরক্ষার প্রশ্নে কর্তৃপক্ষ উদাসীন থাকেন।ধর্মঘট চলাকালীন খানপুর হাবের গিগ শ্রমিকরা সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে নেতাজিনগর থানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে যান। থানা প্রশাসনের সঙ্গে ইউনিয়ন ও গিগ শ্রমিক প্রতিনিধিদের দীর্ঘ সময় আলোচনার পর নেতাজিনগর থানার অফিসার ইনচার্জকে লেখা অভিযোগপত্র 'কন্টেন্টস নট ভেরিফায়েড' সিলমোহর দিয়ে গ্রহণ করা হয়। ইউনিয়নের তরফে এদিন ছিলেন রঙ্গন ঘোষ, সৌরভ গাঙ্গুলি, রাজদীপ সরকার ও শুভাশিস পৃথিবী আমার দেশ।অভিযোগপত্রে তাঁরা তাঁদের পারিশ্রমিক বৃদ্ধি এবং কাজের সময় নিয়ে পরিচালকদের কাছে বারংবার আবেদন জানিয়েও কোনওরকম সুরাহা পাননি বলে জানিয়েছেন। একই সঙ্গে চিকিৎসা খরচ সহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত তাঁরা যে ধর্মঘট চালিয়ে যাবেন, তা তাঁরা লিখিতভাবে জানিয়েছেন। দাবিগুলির মধ্যে রয়েছে — পারিশ্রমিক বৃদ্ধি, কাজের সময় নির্দিষ্টকরণ, দৈনিক উৎসাহভাতা(ইনসেন্টিভ) বৃদ্ধি, পরিচালকদের সহযোগিতা এবং সামাজিক সুরক্ষা প্রদান। নেতাজিনগর থানায় লিখিতভাবে পুরো ঘটনা জানানোর পরে, প্রশাসনের পক্ষ থেকে পরিচালক, শ্রমিক এবং ইউনিয়নের সঙ্গে যথাসম্ভব দ্রুত ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
Gig Workers Blinkit
ফ্লিপকার্টের পর ধর্মঘটে ব্লিঙ্কিট গিগ শ্রমিকরা
×
Comments :0