নিউ ইয়র্কের মেয়র পদে বসেই উমর খালিদকে চিঠি জোহরান মামদানির। জেলবন্দি আন্দোলনকারীর পাশে থাকার বার্তা।
নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেওয়ার পর জেল বন্দি জেএনইউ’র ছাত্র উমর খালিদকে চিঠি লিখলেন মামদানি।
উমর খালিদের সঙ্গিনী বানোজ্যোৎস্না লাহিড়ী সম্প্রতি এই চিঠির কথা প্রকাশ্যে আনেন। যদিও চিঠিতে কোনো তারিখ নেই, তবে এর বিষয়বস্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মামদানি লিখেছেন, ‘প্রিয় উমর, গভীর বেদনা নিয়ে তোমার সেই কথাগুলো আমার প্রায়ই মনে পড়ে। নিজেকে বিষাদের গ্রাসে বিলীন হতে না দেওয়ার গুরুত্ব অপরিসীম। তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। আমরা সবাই তোমার কথা ভাবছি।’
উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় ইউএপিএ ধারায় অভিযুক্ত হয়ে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কারাবন্দি রয়েছেন উমর খালিদ। গত ডিসেম্বরের শুরুতে উমর খালিদের বাবা সৈয়দ কাসিম রসুল ইলিয়াস আমেরিকায় থাকাকালীন মামদানির সঙ্গে দেখা করেছিলেন।
উমর খালিদের পরিবারের দাবি, জোহরান মামদানির এই সংহতি বার্তা দক্ষিণ এশিয়ার মানবাধিকার কর্মীদের লড়াইকে আন্তর্জাতিক স্তরে আরও স্বীকৃতি দিচ্ছে।
১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটি হলের সিঁড়িতে দাঁড়িয়ে মেয়র হিসেবে শপথ নেন জোহরান মামদানি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং উগান্ডার তাত্ত্বিক মাহমুদ মামদানির পুত্র জোহরান নিজেকে একজন 'গণতান্ত্রিক সমাজতন্ত্রী' হিসেবে পরিচয় দেন। তার শপথবাক্য পাঠ করান প্রবীণ সেনেটর তথা সমাজতান্ত্রিক রাজনীতির আইকন বার্নি স্যান্ডার্স।
শপথ গ্রহণ অনুষ্ঠানে মামদানি স্পষ্ট করে দেন যে, তার প্রশাসন হবে সাধারণ মানুষের জন্য এবং কর্পোরেট শক্তির বিরুদ্ধে। তিনি বলেন, ব্যাক্তি নয় মানুষের ঐক্যের ওপর জোড় দেবে তার প্রশাসন।
মামদানি বলেন, ‘মৌলবাদী তকমা পাওয়ার ভয়ে আমি আমার নীতি আদর্শ বিসর্জন দেব না।’ সগর্বে ঘোষণা করেন মামদানি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মামদানি তার প্রশাসন যাতায়াত ব্যবস্থা আরও সহজলভ্য করবে। ছয় মাস বয়স থেকে শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ডকেয়ারের ব্যবস্থা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি দোকান চালু করা হবে। শহরের আবাসন গুলোতে বাড়ি ভাড়া বৃদ্ধির ওপর স্থগিতাদেশ।
অনুষ্ঠানে বার্নি স্যান্ডার্স হুঙ্কার দিয়ে বলেন, "আমেরিকার ধনকুবের শ্রেণিকে বুঝতে হবে যে তারা একাই সব ভোগ করতে পারে না। এই দেশ আমাদের সবার, মুষ্টিমেয় কয়েকজনের নয়।"
Umar Khalid
উমরের প্রতি চিঠি কমিউনিস্ট মেয়র মামদানির
×
Comments :0