IPL Ticket Price

বৃদ্ধি পেতে চলেছে আইপিএলের টিকিটমূল্য

খেলা

কথায় আছে যত গুর দেওয়া হবে , ততই মিষ্টি হবে। এবার বাংলার এই প্রবাদবাক্যটি ফলতে চলেছে আইপিএলে। বিশ্বের সবথেকে ব্যয়বহুল ক্রীড়া প্রতিযোগিতা হল আইপিএল। তার সঙ্গে সাদূর্যো রেখেই এই প্রতিযোগিতার টিকিটমূল্য প্রায় আকাশছোঁয়া হয়। তবে এবার দর্শকদের এই খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করতে হলে খরচ করতে হবে আরো বেশি অর্থের। বৃহস্পতিবার আইপিএলের  টিকিটমূল্য -র প্রতি জিএসটি বা GST ( গুডস এন্ড সার্ভিস ট্যাক্স ) বেড়ে হতে চলেছে প্রায় ৪০ শতাংশ। এতদিন পর্যন্ত জিএসটি কার্যকর হত ২৮শতাংশ। অর্থাৎ ১০০০ টাকার টিকিট কিনতে ব্যায় করতে হতো ১২৮০টাকা। তবে এবার থেকে পকেট থেকে খসাতে হবে ১৪০০টাকা। ৫০০ টাকার টিকিটের দাম পড়বে প্রায় ৭০০টাকা। অর্থাৎ বরাবরের বিলাসিতার ছোঁয়াপ্রাপ্ত আইপিএলে ধীরে ধীরে পরিণত হতে চলেছে অতিবিলাসিতার দিকেই।

Comments :0

Login to leave a comment