CAFA NATIONS CUP 2025

আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র ভারতের

খেলা

নেশন্স কাপের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারত। আফগানিস্তান গ্ৰুপের সবথেকে দুর্বল দল। সেই দলের বিরুদ্ধেও একেবারে সাদামাটা ফুটবল খেলল খালিদের ভারত। এই ড্রয়ের ফলে গ্রুপ ' বি ' তে ৩ ম্যাচের শেষে ভারতের পয়েন্ট হল ৪ । দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই শীর্ষে রয়েছে ইরান। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ইরান হারালেই তৃতীয় স্থানাধিকারি ম্যাচে নামবে ভারত। CAFA বা কাফা নেশন্স কাপের নিয়ামনুযায়ী গ্রুপ পর্বের শীর্ষে থাকা দুই দল সরাসরি খেলবে ফাইনালে। দ্বিতীয় স্থানে থাকা দুই দল খেলবে তৃতীয় স্থনাধিকারী ম্যাচ।

Comments :0

Login to leave a comment