দক্ষিণ কোরিয়ার গোওয়াংজুতে বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতের গাথা খাদকে। ১৫বছরের গাথা হেরে গেলেন চীনের লিম সি হিয়ুনের বিরুদ্ধে। প্রি কোয়ার্টারফাইনাল পর্বের ম্যাচে হার গাথার। ওপেনিং সেটেই লড়াই করেও ২৬-৩০ পয়েন্টে হেরে যান গাথা। দ্বিতীয় এবং তৃতীয় সেটেও ফলাফল দাঁড়ায় একইরকম। শূন্য হাতেই তাই এই প্রতিযোগিতা থেকে ফিরে আসতে হয় গাথাকে। এছাড়াও ভারতের দীপিকা কুমারীও ইন্দোনেশিয়ার দিয়ানান্দার চৈরুনিসার কাছে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেন রিকার্ভ তীরন্দাজ থেকে। চারবারের অলিম্পিয়ানের এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত অধরাই রয়েছে পদক। অলিম্পিয়ান ধীরাজ বোম্মারাজু হেরে যান টোকিও অলিম্পিকের স্বর্ণ পদকজয়ী মেটে গাজোজের বিরুদ্ধে। তবে এত হতাশার মাঝেও কম্পাউন্ড বিভাগে উজ্জ্বল হয়েছে ভারতের নাম। এই বিভাগে ইতিহাসে প্রথমবার স্বর্ণপদক জিতেছে ভারতের ঋষভ যাদব , প্রথমেশ ফুগে এবং আমন সাইনি।
World Archery Championship 2025
বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে হার ভারতে গাথা খাদকে

×
মন্তব্যসমূহ :0