SFI

ধর্মতলায় ছাত্র, যুব, মহিলার মিছিলে বাধা পুলিশের

রাজ্য

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ধর্মতলায় এসএফআই, ডিয়াইএফআই এবং মহিলা সমিতির মিছিলে বাধা দিল পুলিশ। এদিন বিকেলে ধর্মতলা থেকে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেয় ছাত্র, যুব এবং মহিলারা। সেই মিছিল শুরু হওয়ার আগেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় পুলিশ। 

প্রিজন ভ্যানেও তোলার চেষ্টা করা হয় ছাত্র, যুব, মহিলা নেতৃত্বকে। তবে পুলিশের বাঁধা থাকা সত্ত্বেও এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ফের সন্দেশখালি যাবেন। এর আগে মীনাক্ষী, দেবাজ্ঞনরা সন্দেশখালি গেলে তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি।

এসএফআই রাজ্য সম্পাদক দেবাজ্ঞন দে বলেন, ‘‘উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীকে বিনা অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। মানুষের টাকা জমি যারা লুঠ করলো তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা মানা যাবে না। আমরা যাবে গিয়ে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলবো।’’ 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন