বুধবার শেষ হয়েছে কলকাতা বইমেলা। সেদিন রাতেই সংগঠনের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এই বিপুল বিক্রির কথা জানানো হয়েছে। যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘মানুষ দেখছেন কারা তাদের পাশে আছে। কারা তাদের কথা বলছে। তাই মানুষ আমাদের কথা শোনার জন্য পড়ার জন্য যুবশক্তির স্টল থেকে বই কিনেছেন।’’ শুধু বই নয়। যুবশক্তির স্টল থেকে কফি মাগ, টি শার্ট, চাবির রিং ভালোই বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে।
কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ডিওয়াইএফআইয়ের দীর্ঘ ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে ইনসাফ যাত্রীরা একটি বই লেখেন যার নাম ‘ইনসাফ যাত্রার ডায়রি’। সেই বই বইমেলার আগেই সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হয়। এবারের বইমেলায় যুবশক্তির স্টলে সেই বইয়ের বিপুল চাহিদা ছিল বলে জানিয়েছেন কলতান দাশগুপ্ত। তিনি বলেন, ‘‘ইনসাফ যাত্রার ডায়রির বিপুল চাহিদা ছিল পাঠকদের মধ্যে। অল্প বয়সীদের মধ্যে এই বই নিয়ে যেমন উৎসাহ দেখা গিয়েছে তেমন বড়দের মধ্যেও।’’ তার কথায় বহু মানুষ যুবদের ইনসাফ যাত্রা এবং ব্রিগেড নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন।
যুবশক্তির সম্পাদকের কথায়, ‘‘ইনসাফ যাত্রার ডায়রি ছাড়াও প্রাক্তন যুব নেতৃত্ব আভাস রায় চৌধুরির লেখা ‘ডক্টর মার্কস থেকে বিল্পবী মার্কস’, পলাশ দাশের লেখা ‘প্যালেস্তাইন প্রতিরোধের বর্ণমালা’, স্বর্ণেন্দু দত্তের লেখা ‘অযোধ্যার বিনিমার্ণ’ এর মতো বই গুলো পাঠকদের মন জয় করেছে। এই বই গুলো এবার ভালো বিক্রি হয়েছে।’’
এবার বইমেলায় যুবশক্তির স্টল উদ্বোধন করেন ইনসাফ যাত্রার স্থায়ী পদযাত্রীরা।
মন্তব্যসমূহ :0