কবিতা
মুক্তধারা
প্রত্যাশা
সুব্রত চৌধুরী
২০২৬ জানুয়ারি ২ | বর্ষ ৩
আসে ঘুরে নতুন বছর
জ্বরা ব্যাধি মুছে,
দেখে স্বপ্ন মেহনতি
যাবে কষ্ট ঘুচে।
ডাকবে মনে নতুন বছর
ভালোবাসার বান,
গাইবে সবাই সুরে সুরে
বেঁচে থাকার গান।
দেবে সবাই নতুন বছর
হিংসার সাথে আড়ি ,
চড়ে ভেলায় মানবতার
দুখের সাগর পাড়ি।
করবে সবাই নতুন বছর
আলোর পথে যাত্রা,
বর্ণিলতায় দুখির জীবন
পাবে নতুন মাত্রা ।
————————-
আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
Comments :0