সোমবার বহু প্রতীক্ষিত সেই বৈঠক হল। যার উপর নির্ভর করে রয়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যত। এআইএফএফ এবং এসডিএলের ( ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড) মধ্যে এই বৈঠক শেষে কোনো সমাধান সূত্র বের না হলেও একটা ইতিবাচক দিক বের হয়েছে। দুই পক্ষই সুপ্রিম কোর্টকে যুগ্মভাব একটি প্রস্তাব দিতে চলেছে । আগামী ২৮ তারিখ এই দুই পক্ষের মধ্যেকার এমআরএ ( মাস্টার রাইটস এগ্রিমেন্ট) চুক্তির জটিলতা কাটার জন্য সুপ্রিম কোর্ট তার অন্তিম রায় ঘোষণা করতে চলেছে। তার আগেই এই দুই পক্ষ নিজেদের যুগ্ম একটি প্রস্তাব রাখতে চলেছে কোর্টের কাছে।
বৈঠক শেষে একটি বিবৃতির দ্বারা এআইএফ জানিয়েছে ' দুই পক্ষই এই বৈঠকে একটি গঠনমূলক এবং ইতিবাচক দিক নিয়ে আলোচনা করে পারস্পরিকভাবে একটি প্রস্তাব দেওয়ার কথা ভেবেছে। এর ফলে ভারতীয় ফুটবলের অগ্রসর এবং উন্নতির ব্যাপারে সুনিশ্চিত হওয়া যাবে। আমরা একটি যুগ্ম প্রস্তাব সুপ্রিম কোর্টকে দিতে চলেছি আগামী ২৮ তারিখের আগেই । এই ব্যাপারে দুই পক্ষই আমরা আর কোনো মন্তব্য করতে চাই না।' বৃহস্পতিবার রায় ঘোষণার আগেই এই দুই পক্ষের মধ্যে আগামী বুধবার ফের একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0