শনিবার বাংলা ক্রিকেট তথা ক্রীড়াক্ষেত্রে এক দুঃখজনক ঘটনা ঘটল। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২২বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রিয়জিৎ ঘোষ। প্রিয়জিৎ একজ প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। ২০১৮-২৯ মরশুমে সিএবির আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ রান করেন এই প্রিয়জিৎ। বীরভূমের বোলপুরের প্রিয়জিৎ রোজ সকালে নিয়মিত জিমে শরীরচর্চা করেন। বিরাট কোহলির অনুরাগী প্রিয়জিৎ তার দেখানো পথেই নিজেকে ফিট রাখতে রোজ জিমে যেতেন। শুক্রবার সেই জিমে শরীরচর্চা করার সময়ই অসুস্থ বোধ করেন প্রিয়জিৎ। পরক্ষনেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। পরবর্তীতে পারিবারিক সূত্রেই তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে মাত্র ২২বছর বয়সেই হৃদরোগের মত ঘটনায় হতবাক হয়েছেন সকলেই। প্রিয়জিতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবার , বন্ধু , আত্মীয় ও গোটা ময়দান।
BENAGLI CRICKETER DIES AT THE AGE OF 22
২২বছরের প্রিয়জিতের আকস্মিক মৃত্যু

×
Comments :0