এসআইআর’র শুনানি প্রক্রিয়াতেও স্থানীয়দের পাশে রয়েছে সিপিআই(এম)। মালদহের ইংরেজবাজার শহর এরিয়া কমিটির উদ্যোগে ভোটার সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে রাজ হোটেল মোড় সংলগ্ন এলাকায়।
এর আগে রাজ্যজুড়ে ভোটার সহায়তা কেন্দ্র চালু কে এসআইআর’র ফরম ভরতে, বিশেষ করে, প্রান্তিক অংশকে সহায়তা করেছে সিপিআই(এম)। সহায়তা কেন্দ্রের জনতার অংশগ্রহণ হয়েছে ব্যাপক। শুনানি পর্বেও সহায়তার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-কে কেন্দ্র করে চলছে শুনানি। সিপিআই(এম) এবং বামপন্থীরা গোড়া থেকেই এসআইআর’র বিপক্ষে। সিপিআই(এম)’র বক্তব্য, পশ্চিমবঙ্গে সরকারে আসীন তৃণমূল ভোটার তালিকায় এমন বহু নাম রেখে দিয়েছে যাঁরা মৃত। রয়েছে স্থানান্তরিতদের নাম। আর বিজেপি’র সঙ্গে তৃণমূলের ‘সেটিং’ থাকার কারণে নির্বাচন কমিশনও এই সব নাম বাদ দেয়নি। ভুয়ে নাম বাদ দিতে হবে। যোগ্য সব ভোটারকে রাখতে হবে তালিকায়।
সেই সঙ্গে সিপিআই(এম) বলেছে যে ভোটার তালিকা সংশোধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিটি নির্বাচনের আগে তা হওয়ারই কথা। তার জন্য এসআইআর’র মতো প্রক্রিয়ার প্রয়োজন ছিল না যেখানে কথায় কথায় নাগরিকত্ব প্রমাণের কথা বলা হচ্ছে। সর্বজনীন ভোটের ধারণাকেই আঘাত করা হচ্ছে।
এদিকে, গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর শুনানি চলছে ইংলিশ বাজারের মালদা জেলা স্কুলে।
শুনানির জন্য আসা বাসিন্দারা ভিড় করছেন সিপিআই(এম)’র ভোটার সহায়তা কেন্দ্রে। শুনানি প্রক্রিয়ায় মানুষজনের হয়রানি ও সমস্যা রোধে এই কেন্দ্র ৭ দিন চালু থাকবে বলে নেতৃবৃন্দ জানান। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও বহু মানুষকে শুনানিতে অংশ নিতে হচ্ছে।
সহায়তা কেন্দ্রে থাকছেন সিপিআই(এম) নেতা শুভজিৎ মিত্র, বিশ্বপ্রিয় বিশ্বাস, অনুপম গুণ, মিন্টু চৌধুরী, বরুণ সাহা, তুষার সান্যাল সহ নেতৃবৃন্দ।
English Bazar SIR
শুনানি পর্বে ইংরেজবাজারে ভোটার সহায়তা কেন্দ্র সিপিআই(এম)’র
×
Comments :0