Deoghar Building collapse

দেওঘরে বাড়ি ধসে মৃত ৩

জাতীয়

দেওঘরে বহুতল ধসে পড়ার ঘটনায় বাড়তে পারে মৃতের সংখ্যা। রবিবার ঝাড়খণ্ডের দেওঘরে তিনতলা বাড়িটি ধসে পড়ার পর ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। 
রাতেও আশঙ্কা, ভেঙে পড়ার বাড়িত ধসের নিচে থাকতে পারে আরো দেহ। জেলাশাসক বিশাল সাগর জানিয়েছেন ৬ থেকে ৭ জন ধসের নিচে চাপা পড়ে রয়েছেন। বৈদ্যনাথ ধাম মন্দিরের কাছেই এই বাড়িটি ধসে পড়ে রবিবার সকালে। 
ধসে মধ্যে থেকে চারজনকে উদ্ধার করে দেওঘর সদর হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালেই মারা যান তিনজন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন