SSC teacher candidate

শিক্ষক পদপ্রার্থীদের তাড়া পুলিশের, তুলে দেওয়া হলো বিক্ষোভ

রাজ্য কলকাতা

বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার। সোমবার দুপুর থেকেই করুণাময়ী-বিকাশ ভবন চত্বরে জমায়েত হন চাকরিপ্রার্থীরা। তাঁরা দীর্ঘক্ষণ রাস্তায় বসে থেকে বিক্ষোভ দেখান। সোমবার রাতে বিক্ষোভকারীদের করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতরে ঢুকিয়ে দেয় পুলিশ। রাস্তায় শিক্ষক পদপ্রার্থীদের তাড়া করতে দেখা যায় পুলিশকে।  
এই পরীক্ষার্থীরা এবারই প্রথম এসএসসি’তে বসেছেন। তাঁদের বক্তব্য, এবারের পরীক্ষায় অভিজ্ঞতার জন্য ১০ নম্বর আলাদা করা হয়েছে। ফলে পরীক্ষার নম্বরে তাঁদের চেয়ে কম পেয়েও অভিজ্ঞতার কারণে নম্বর পেয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছেন একাংশ।
২০১৬’র স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্যানেল বাতিল করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আগাগোড়া দুর্নীতি ধরা পড়ে যায় আদালতে। এমনকি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জানায়নি যে কারা যোগ্য। নষ্ট করা হয় পরীক্ষার নথিও। প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশও দেয় শীর্ষ আদালত। আদালতের রায়ে বাতিল হয় এমন অনেকের চাকরি যাঁদের বিরুদ্ধে অস্বচ্ছতার কোনও অভিযোগ প্রমাণিত হয়নি আদালতে। এই অংশেরও অনেকে যদিও ডাক পাননি একাদশ-দ্বাদশে শিক্ষক পদে নিয়োগের ইন্টারভিউতে। 
আন্দোলনরত পরীক্ষার্থীদের বক্তব্য, ১০ নম্বর পঠন-পাঠনের অভিজ্ঞতার জন্য দেওয়ায় তাঁরা বঞ্চিত হচ্ছে। সোমবার সল্টলেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকে। পুলিশকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। জোর করে তাঁদের তুলে দেওয়া হয় রাস্তা থেকে। রেহাই পাননি মহিলা পরীক্ষার্থীরাও।
এদিকে পুলিশ বলে যে রাস্তা বন্ধ রেখে দীর্ঘক্ষণ রেখে আন্দোলন করা যাবে না। জোর করে আন্দোলনকারীদের রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। অতীতে বারবারই শিক্ষক পদপ্রার্থীদের আন্দোলনে এমনই আচরণ করতে দেখা গিয়েছে তৃণমূল সরকারের পুলিশকে।

Comments :0

Login to leave a comment