১৫ বছরের বেশি বাস ফের নামছে রাস্তায়। কলকাতা হাইকোর্টের রাজ্য পরিবহন দপ্তর বলেছে যে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ১৫ বছরের বেশি বাস রাস্তায় চলাচল করতে পারবে। ফলে বাসের বেসরকারি বাসের ঘাটতি পূরণ হবে।
২০০৮ সাল থেকেই কলকাতার দূষণেরমাত্রা নিয়ন্ত্রণের জন্য ১৫ বছরে বেশি বাসগুলিকে বাতিল করার কথা বলে রাজ্য সরকার। কলকাতার ও শহরতলী এলাকা গুলিতে ১৫ বছরের বেশি সময় ধরে চলা বাসগুলির পারমিট নবীকরণের বিষয়টি বন্ধ করে দেয় রাজ্য পরিবহন দপ্তর। তারপর বহুদিন ধরেই এই বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা চলছিল।
হাইকোর্টে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ১৫ বছরের বেশি বয়সী বাসগুলিকে দু'বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে আবারও রাস্তায় নামতে পারবে বাসগুলি।
রাজ্য সরকারের পেশ করা খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১৫ বছরের বেশি বাসগুলিকে দু-বছরে একবার দূষণ ও স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরীক্ষায় দূষণের মাত্রা নির্দিষ্ট সীমার নিচে এবং তার যন্ত্রাংশগুলি ঠিক থাকা বাঞ্চনীয়। তবেই বাসগুলিকে রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে।
শুক্রবার বিচারপতি রাই চট্টোপাধ্যায় মামলার নিস্পত্তি করেন। পাশাপাশি আদালতে পেশ করা খসড়া বিজ্ঞপ্তিটি অতি দ্রুত সাধারণের জন্য প্রকাশ করার নির্দেশও দেন তিনি। বহুদিন ধরে চলার পর মামলার এই রায়কে 'ঐতিহাসিক জয়' বলে মনে করছেন বাসমালিক সংগঠনের নেতৃত্বরা।
এই রায়ের ফলে প্রায় ৭০০-৮০০ বাস আবারও কলকাতার রাস্তায় যাত্রীপরিষেবা দেওয়ার সুযোগ পাবে।
Comments :0