রবিবার রাত সাড়ে নটা নাগাদ আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে অবস্থিত একটি নামকরা স্কুলের সামনে এই মারধরের ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন একজন। আক্রান্তের পরিচয় এখনও জানা যায়নি। তবে ঘটনায় একজনকে ইন্টালি থানার পুলিশ আটক করেছে।
জানা গেছে এদিন রাতে এদিন স্থানীয় কিছু যুবক দুজনকে আটকে রেখে মারধরের ভয় দেখতে থাকে। বেশকিছুক্ষন চলতে থাকে জটলা। সেই সময় একজন সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁকে ধরার চেষ্টা করেও ধরতে পারে নি। আরেকজন সেখানে চুপচাপ বসে থাকেন। তাঁকে ঘিরে ধরে চলে ভয় দেখানোর পালা। একসময় পালাবার চেষ্টা করেও পালাতে পারেনি সে। তাঁকে দৌড়ে ধরে ফেলে আক্রান্তকারীরা। ধরে এনে রাস্তার পাশে রেলিং'র পাশে বসানো হয়। তারপর চলে হাতের কাছে থাকা লাঠি দিয়ে বেদম প্রহার। তাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আক্রান্ত যুবক। তারপর তাঁকে চাদব দিয়ে মুড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে একজনকে আটক করে। আক্রান্তকে ডাকা ডাকি করতে থাকে পুলিশ। শেষ পাওয়া খবরে জানা গেছে শারীরিক অবস্থা এতোটাই গুরুতর ছিল পুলিশের ডাকে সাড়া দেয়নি ওই যুবক। কি কারণে ওই যুবককে মারধর করা হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Beating
কলকাতার বুকে প্রকাশ্যে রাস্তায় মারধরের অভিযোগ
×
Comments :0