India vs South Africa

বুমরার দাপট ইডেনে বেকায়দায় দক্ষিণ আফ্রিকা

খেলা

জসপ্রীত বুমরার (৫/২৭) বিধ্বংসী বোলিংয়ে প্রথম দিনেই শেষ হলো দক্ষিণ আফ্রিকার ইনিংস। মাত্র ১৫৯ রানে ইডেন টেস্টের প্রথম দিনে অল আউট। দিনের প্রথম ৪৫ মিনিট কোনও উইকেট হারায়নি প্রোটিয়ারা। এরপরেই জসপ্রীত বুমরার বলে ১০ মিনিটের মধ্যে ২ উইকেট হারায়। নিয়মিত ব্যবধানে উইকেট পতন রুখতে সম্পূর্ণ ব্যর্থ তারা। 
মধ্যাহ্ন বিরতির সময় ৩ উইকেটে ১০৫ ছিল দক্ষিণ আফ্রিকার। এরপর চা-বিরতির ঠিক আগে দ্রুত দু’টি উইকেট তুলে নিলে এক সেশনে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চায়ের পর দক্ষিণ আফ্রিকাকে প্যাভিলিয়নে পাঠাতে বেশি সময় নেয়নি ভারতীয় বোলাররা। জসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১৬ বার ৫ উইকেট পেলেন। ভারতের মাটিতে কোনও পেস বোলারের টেস্টের প্রথম দিনেই ৫ উইকেট বিরল। লাল বলের টেস্টে শেষবার এমন হয়েছিল ২০০৮ সালে। ডেল স্টেইন আমেদাবাদে এই কৃতিত্ব গড়েছিলেন। ২০১৯ সালে অবশ্য ঈশান্ত শর্মা এই কৃতিত্ব দেখান। তবে সেটি গোলাপী বলে। বুমরা ছাড়া সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট পান। ১টি উইকেট পান অক্ষর প্যাটেল। জবাবে, দিনের শেষে যশস্বী জয়সওয়ালের (১২) উইকেট হারিয়ে ভারতের রান ১ উইকেটে ৩৭। উইকেটে রয়েছেন কে এল রাহুল (অপরাজিত ১৩) ও নাইটওয়াচম্যান ওয়াশিংটন সুন্দর (অপরাজিত ৬)।

Comments :0

Login to leave a comment