বৃহস্পতিবার যুবভারতীতে ' মিনি ডার্বি ' । ডুরান্ড কাপের প্রথম ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ বাংলার তৃতীয় প্রধান মহামেডান এসসি। গত ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে গেছিল মহামেডান। তাই এই বড়ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জয় ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা নেই মেহেরাজউদ্দিনের দলের। ট্রান্সফার ব্যানের কারণে একাধিক ভারতীয় ও বিদেশীদের সই করাতে পারেনি সাদা কালো ব্রিগেড। ফলে গত ম্যাচের রিসার্ভ দলের খেলোয়াড়দের নিয়েই ছক সাজাচ্ছেন মেহেরাজ। কলকাতা লিগেও খুব একটা ভালো জায়গায় নেই শতাব্দীপ্রাচীন এই ক্লাব। তবে এই ম্যাচের আগে সবুজ মেরুন কোচ বাস্তব রায় মহামেডান দলকে যথেষ্টই সমীহ করেছেন।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নামছে মোহনবাগানের সিনিয়র দল। তবে এই ম্যাচে সমস্ত সিনিয়র খেলোয়াড়রা হয়তো খেলবেন না। ফিটনেসের অভাবে এই ম্যাচে খেকবেননা শুভাশিষ। তার জায়গায় অধিনায়কত্ব সামলাবেন বিশাল কাইথ। খেলছেননা কোনো বিদেশীও। লিস্টন , সাহাল, অনিরুদ্ধ থাপা, আপুইয়া , অভিষেক সিং, দীপক টাঙ্গরিরা খেলবেন এই ম্যাচে। নিজের অভিষেক ম্যাচে প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন সদ্য সই করা অভিষেক সিং। মূলত কলকাতা লিগের দল ও সিনিয়র কিছু খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হয়েছে এই ম্যাচের জন্য। কোচ জোসে মলিনা আসতে পারেন রাতে। সকালে কলকাতায় পা দিতে পারেন ডিফেন্ডার আলবার্তো। গ্রুপের শেষ ম্যাচ থেকেই সম্পূর্ণ দল মাঠে নামাতে পারে মোহনবাগান।
Comments :0