DURAND CUP 2025

ডার্বি বাধা অতিক্রম করে অস্কারের সামনে ডায়মন্ড হারবার এফসি

খেলা

বুধবার ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গলের সামনে ডায়মন্ড হারবার এফসি। ডার্বি জয় অতীত। ডুরান্ড জিততে অস্কারের সামনে নতুন হার্ডল ডায়মন্ড হারবার এফসি। তবে এই ব্যাপারে বেশ সতর্ক গোটা ইস্টবেঙ্গল দলই। ময়দানের প্রাচীন প্রবাদ - ডার্বি জয়ের পরের ম্যাচেই হোঁচট খায় জয়ী দল। তাই ডার্বি জয়ের পর সমর্থকদের প্রত্যাশার চচাপটা এবার ধীরে ধীরে টের পাচ্ছেন অস্কার। তাই বুধবার পা মাটিতে রেখেই খেলতে চাইছে তার দল। গত ডার্বিতে মাঝমাঠের মিগুয়েল নজর কেড়েছিলেন। তাই তাকে রেখেই আক্রমণের ঘুঁটি সাজাচ্ছেন অস্কার। উইংয়ে কার্যকরী ভুমিকা পালন করছেন বিপিন সিং। রক্ষণভাগে আনোয়ার ও সিবিলের জুটিটা মজবুত হয়ে গেলে এই রক্ষণভাগ দুর্ভেদ্য হয়ে যেতে পারে। গত ম্যাচে লিস্টনকে রুখে দিয়েছিলেন রাকিব। তাই এই ম্যাচেও তারই খেলার সম্ভাবনা বেশি। তবে মাঝমাঠের রশিদ খেলবেন কিনা সেই ব্যাপারে ধোঁয়াশা রেখেছেন অস্কার ব্রুজোন। ডার্বির নায়ক ডিয়ামেনটেকোসকে এই ম্যাচেই শুরু থেকে খেলতে পারেন অস্কার। হামিদ ইয়াদাদ হালকা অনুশীলন করলেও এই ম্যাচে শুরু থেকে তার জায়গা হতে চলেছে রিসার্ভ বেঞ্চেই। তবে তিন বিদেশী মিগুয়েল , ডিয়ামেনটেকোস , সাউল ক্রেসপোদের ডার্বিতে কার্ড দেখায় এই ম্যাচে হলুদ কার্ড দেখলেই ফাইনালে খেলতে পারবেননা তারা। ফলে সেদিকে বেশ সতর্কভাবেই খেলতে হবে তাদেরকে। ডার্বি জয়ের ক্ষেত্রে বিপিন সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই সেমিফাইনালেও দাগ কাটতে মরিয়া তিনি। আগামী মাসে সুপার কাপ শুরু হতে চলেছে। আইএসএলের অনিশ্চয়তার মাঝে তাই এই ডুরান্ড কাপকেও পাখির চোখ করছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ - গিল , কেভিন , আনোয়ার , রাকিব , নুঙ্গা , মিগুয়েল , সৌভিক , বিপিন , সাউল , এডমান্ড ও ডিয়ামেনটেকোস।   

Comments :0

Login to leave a comment