মঙ্গলবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ফের নামছে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দোপ্যাধায় স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৩টেয়। গত ম্যাচে রেলওয়ে এফসিকে ৩-০ গোলে পর্যদুস্ত করেছিলে লাল হলুদ। বর্তমানে গ্ৰুপ ' এ ' তে ৯ম্যাচে ১৭পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তাই এই ম্যাচে জয় পেলেই সুপার সিক্স পাকা করে ফেলবে তারা। বিনো জর্জের কোচিংয়ে এই মরশুমেও দারুন পারফর্ম করছে কলকাতা লিগের সর্বাধিকবার চ্যাম্পিয়ন দল। গত ২৬জুলাই কল্যাণীতে তারা জিতেছিল ডার্বি। তার ঠিক পরের ম্যাচেবেহালা বিএসএস স্পোর্টিংকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তারা। তবে পুলিশ এসির বিরুদ্ধে ২-০ গোলে হেরে গেছিল ইস্টবেঙ্গল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে সুপার সিক্সে যেতে হলে বাকি সব ম্যাচেই জয়ের প্রয়োজন। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।
CALCUTTA FOOTBALL LEAGUE
কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের মুখোমুখি ইস্টবেঙ্গল

×
Comments :0