DURAND CUP 2025

ডুরান্ডে নামধারীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল

খেলা

বুধবার ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ আইলিগের দল নামধারী এফসি। ম্যাচটি হবে সন্ধ্যা ৭টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। গত ম্যাচে বেঙ্গালুরুর দল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে জমকালো পারফরম্যান্স করেছিল ইস্টবেঙ্গল । প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন মাঝমাঠের নতুন বিদেশী রশিদ। এছাড়াও ডিফেন্ডার মার্তন্ড এবং উইঙ্গার এডিমান্ডও নজর কেড়েছিলেন। ফলে এই ম্যাচে খুব বেশি বদলের সম্ভাবনা নেই। তবে গত ম্যাচে চোট পাওয়া বিষ্ণু নেই এই ম্যাচে। অনুপস্থিতির তালিকায় যুক্ত হয়েছেন সৌভিক চক্রবর্তীও। বর্তমানে ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছে ভারতীয় ফুটবল। ধোঁয়াশা তৈরী হয়েছে আইএসএল নিয়েও। তবুও শীর্ষ প্রতিযোগিতা আইএসএল ও দ্বিতীয় সারির প্রতিযোগিতা আইলিগের দলের মধ্যে কোনো পার্থক্য করছেননা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। গত মঙ্গলবার অনুশীলন চলাকালীন  অস্কার বলেন ' নামধারী আইলিগের দল হলেও সেটা আমাদের জন্য কোনো অ্যাডভান্টেজ নয়। কারণ আইলিগে বেশ কয়েকসময় ধরে তারা শীর্ষে অবস্থান করেছিল '। গত ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৪-২গোলে হারিয়েছিল নামধারী। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই তারা  শুরু করবেন। প্রত্যেকটি গ্ৰুপ থেকে মোট ১টি করে দল সুযোগ পাবে কোয়ার্টারে এবং সব গ্ৰুপ মিলিয়ে সেরা মোট দুটি দল সুযোগ পাবে কোয়ার্টারে। ফলে এই ম্যাচে জিততে পারলেই পরের পর্ব অনেকটাই নিশ্চিত করে ফেলবে লাল হলুদ।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ - দেবজিৎ , আনোয়ার , চুংনুঙ্গা ,এডমান্ড , রাকিপ , ডেভিড , মহেশ , মার্তন্ড , সাউল , রশিদ ও বিপিন।       ডুরান্ডে নামধারীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল

Comments :0

Login to leave a comment