UEFA EURO WOMENS EURO CUP 2025

স্পেনকে হারিয়ে ইউরো জয় ইংল্যান্ডের মেয়েদের

খেলা

সেই ১৯৬৬তে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ডের পুরুষ দল। পুরুষ দল এখনও অব্দি  ইউরো জিততে না পারলেও সেই কাজটা করে দেখাল মহিলা দল ।রবিবার রাতে ( সোমবার ) সুইৎজারল্যান্ডের ব্যাসেলের সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে স্পেনকে হারাল ইংল্যান্ড। ৯০ মিনিটের ম্যাচে খেলার ফল ছিল ১-১। প্রথমে ২৫মিনিটে আর্সেনালের মারিওনা কালডেন্টলির গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৫৭মিনিটে সেই গোল শোধ দেন আর্সেনালে তারই সতীর্থ এলেসিয়া রুসো। প্রথমার্ধের গোটাটা জুড়েই বল পজিশন রেখেই খেলছিল স্পেন। তার সুবাদেই আসে তাদের প্রথম গোলটি। তবে দ্বিতীয়ার্ধের ৫৭মিনিটে এলেসিয়ার হেড গোলে ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। অতিরিক্তি সময়ের পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। ৩-১ ফলাফলে টাই ব্রেকারে জয় পায় ইংল্যান্ড। গত বছর ২০২৪ও ২০২১ এ পুরুষদের ইউরোর ফাইনালে উঠলেও হেরে যায় ইংল্যান্ড। ২০২১এ ইতালি এবপং ২০২৪-এ এই স্পেনের কাছেই হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল গ্যারেথ সাউথগেটের দলের। তবে সেই স্বপ্নপূরণ করলেন মেয়েরা। ২০২২ সালে জার্মানিকে হারিয়ে ইউরো জয়ের পর ফের একবার ইউরো জিতল ইংল্যান্ডের মহিলা ফুটবল দল।

Comments :0

Login to leave a comment