Islampur

জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুরে মহিলা সহ জখম পাঁচ

জেলা

পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক মহিলা সহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানার ডাঙাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঙাপাড়া এলাকায় ভিটে বাড়ির প্রায় আঠারো কাঠা জমি নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে গত তিন বছর ধরে বিবাদ চলছিল। মাঝেমধ্যেই ঝামেলা ও বচসা লেগে থাকত। বিষয়টি নিয়ে একাধিকবার ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়িতে সালিশি বৈঠক হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি।
রবিবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, দুই পক্ষই লাঠি, লোহার রড, বল্লম ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে সাফিক আলম নামে এক ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। তিনি গুরুতরভাবে আহত হন। আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অপর এক ব্যক্তির কান কেটে যাওয়ার অভিযোগ উঠেছে।
আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহম্মদ ইসমাইল জানান, পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে তার কাকা ও কাকাতো ভাইয়েরা তার বাবা-মা ও ভাইয়ের উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তার বাবা ও মা গুরুতর আহত হন এবং এমনকি আমার ভাই ও আমাকে মারধর করা হয়। মা বাবা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ হেদায়েতুল্লাহ জানান, তার কাকাতো ভাই ও কাকা অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। গন্ডগোল থামাতে গেলে তার উপরও আক্রমণ করা হয়। তাদের পক্ষের তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনকে গুরুতর অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুরো ঘটনার তদন্ত চলছে।

Comments :0

Login to leave a comment