GK — TAPAN KUMAR BIRAGAYA | SAVE Environment — NATUNPATA | 7 JUNE 2024

জানা অজানা — তপন কুমার বৈরাগ্য | বিশ্ব পরিবেশ রক্ষা | মাদাগাস্কার দ্বীপ ও বিশ্বের সুন্দর ব্যাঙ — নতুনপাতা | ৭ জুন ২০২৪

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGAYA  SAVE Environment  NATUNPATA  7 JUNE 2024

জানা অজানা

বিশ্ব পরিবেশ রক্ষা

মাদাগাস্কার দ্বীপ ও বিশ্বের সুন্দর ব্যাঙ
তপন কুমার বৈরাগ্য

নতুনপাতা

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে মাদাগাস্কার দ্বীপ আছে।
আয়তন হিসাবে এটা ভারতমহাসাগরের চতুর্থ দ্বীপ।
এই দ্বীপের মতন জীববৈচিত্র পৃথিবীর আর  কোথাও
দেখা যায় না।এখানকার গাছপালাগুলো দেখতে সব
অদ্ভূত ধরণের।এখানকার প্রাণীগুলো দেখলে মনে হবে
আমরা যেন অন্য কোনো গ্রহে এসেছি। এখানেই দেখা
যায় পৃথিবীর খুব সুন্দর ব্যাঙ- টমেটো ব্যাঙ। এই
ব্যাঙকে দেখলে মনে হয় হাতে তুলে নিয়ে আদর করি।
কিন্তু এই ব্যাঙ দেখতে সুন্দর হলেও এরা জীবের পক্ষে
খুব ক্ষতিকর। এদের দেহ থেকে এক প্রকার আঁঠালো
রস বের হয় যা মানুষের দেহে লাগলে নানা ধরনের
এলার্জি দেখা দেয়।যার পরিণতি খুব ভয়ঙ্কর।এই
এলার্জি চোখ পর্যন্ত নষ্ট করে দেয় এবং সারা দেহে
দগ্ধ ঘায়ের সৃষ্টি হতে পারে।এদের কেবল এই মাদাগাস্কার
দ্বীপেই দেখা যায়। পৃথিবীর আর কোনো জায়গায় এদের
দেখা যায় না। এই দ্বীপে যেখানে বনাঞ্চল এবং জলাশয়
আছে সেই জলাশয়ের ধারে এরা বাস করে। নয় মাস 
বয়েস হলেই এরা ডিম পাড়ে।একসঙ্গে অনেকগুলো ডিম পাড়ে।
এদের বাচ্চাদের লাল ব্যাঙাচি বলা হয়। ব্যাঙাচি অবস্থায়
এরা জলাশয়ে থাকে। পূর্ণাঙ্গ ব্যাঙ হতে প্রায় একমাস
সময় লাগে।এরা ছোট ছোট কীট পতঙ্গ খায়।এরা
আট বছর পর্যন্ত বাঁচে।সারা দেহটা পাকা টমেটোর মত
লাল টকটকে বলে এদের টমেটো ব্যাঙ বলে। চোখ দুটো
খুব বড় বড়।যেন ঠিকরে বেড়িয়ে আসছে। এদের গলার
কাছে কিছুটা সাদা।এদের সামনের পায়ের চেয়ে পিছনের
পা দুটো খুবই বড়।তাই এরা আমাদের দেশের ব্যাঙের
চেয়ে অনেক বেশি লাফাতে পারে। এদের গলার কাছের
অংশটা সব সময় লাফায়।এদের মধ্যে যে অদ্ভূত বিষয়টা
দেখা যায় তা হলো এরা শত্রুর মোকাবিলা করতে সম্মুখ
সমরে অবতীর্ণ হয়।তাছাড়া এই ব্যাঙকে অন্য কোথায়
নিয়ে গেলে এরা বাঁচে না। 
 

Comments :0

Login to leave a comment