জানা অজানা
রহস্যময় শহর
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা
পৃথিবীর একমাত্র রহস্যময় শহর মার্কিণযুক্তরাষ্ট্রের
আলাস্কা রাজ্যর ব্যারো শহর। যেখান থেকে পৃথিবীর দিন ও রাত্রি একসাথে দেখা যায়।
এই শহরে শীত ও গ্রীষ্ম সবার কাছে বড্ড
সুন্দর লাগে। উত্তরমহাসাগরের তীরে অবস্থিত
একটা সুন্দর নান্দনিক শহর। পৃথিবীর
একেবারে উত্তরে অবস্থিত।আলাস্কা মার্কিণ
যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাষ্ট্র হয়১৯৫৯ খ্রিস্টাব্দে।
আগে আলাস্কা রাশিয়ার ছিলো।
ব্যারো শহরের গড় তাপমাত্রা জিরো ডিগ্রি
সেন্টিগ্রেডেরও কম। সারা বছরই এখানকার
মানুষ শীতের পোষাক পরিধান করে থাকে।
মে থেকে জুলাই মাস এই তিন মাস এখানে
স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল।এই সময় এই শহরে
সূর্য অস্ত যায় না।দিনে রাতে সবসময় এখানে
সূর্য দেখা যায়। মানুষ এই সময় এখানে ঘুমায়
কম।আবার আঠারোই জানুয়ারী থেকে পরের
বছর তেইশে জানুয়ারী মোট ৬৭দিন আকাশে
সূর্য দেখা যায় না। অন্ধকারে সারা শহরটা
ঢেকে থাকলেও মেরুজ্যোতি দেখা যায়।
মানুষ এই সময় এখানে বেশি ঘুমায়।
বর্তমানে এই শহরে এই সময় দিনেরাতে
বিজলীবাতির আলো থাকে। তাতেই মানুষ
কাজকর্ম করে।এই শহরের বাড়িঘর রাস্তাঘাট গুলো খুবই সুন্দর।এই শহরে বর্তমান বিমান
বন্দর গড়ে উঠেছে।এই শহরের দিন রাত
সব কিছু যেন রহস্যময়। রহস্যময় শহরে
যিনি পা রেখেছেন তিনিই বিস্ময়ে অভিভূত
হয়ে গেছেন।
Comments :0