India Pakistan

পাকিস্তানের সামরিক পরিকাঠামোয় আঘাত হানা হয়েছে জানালো প্রতিরক্ষা মন্ত্রক

জাতীয় আন্তর্জাতিক

পাকিস্তানি সামরিক বাহিনীর পরিকাঠামোয় আঘাত করা হয়েছে বলে জানালো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় সেনাও জানিয়েছে যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিমান আক্রমণ প্রতিরোধী র্যারডারের ওপর আঘাত করা হয়েছে। লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করা হয়েছে বলেও সেনা জানিয়েছে। সেনা বৃহস্পতিবার বলেছে যে, গত বুধবার সারা রাত পাকিস্তান ক্ষেপনাস্ত এবং ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক কাঠামোয় আঘাত আনার চেষ্টা করে গিয়েছে। তার জবাবে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের সেনা পরিকামো লক্ষ করে আঘাত হানা হয়েছে। 
গত মঙ্গলবার রাতে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলার পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে ছিলেন যে পাকিস্তানের কোন সামরিক পরিকাঠামোয় সেদিন আঘাত করা হয়নি। 
অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানি সেনার পক্ষ থেকে যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে সীমান্তে লাগাতার গুলি চালানো হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানি সেনার হামলায় ১৩ জন ভারতীয় নিহত হয়েছেন বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 
ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সেনা যদি লাগাতার এই কাজ চালিয়ে যেতে থাকে তার উত্তর দেবে ভারতীয় সেনা। শুক্রবার সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও চলছে।

Comments :0

Login to leave a comment