রবিবার বিখ্যাত সিডনি ম্যারাথনে রেকর্ড গড়লেন ইথিওপিয়ান ডাচ রানার সিফান হাসান। ২ঘন্টা ১৮মিনিটে ২২ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে ভাঙলেন কেনিয়ার প্রাক্তন বিশ্ব রেকর্ডধারী ব্রিগিড কোসগেইয়ের রেকর্ড। তিনি দৌড় শেষ করেছিলেন ২ঘন্টা ১৮মিনিট ৫৬ সেকেন্ডে। ইথিওপিয়ারই আর এক রানার অর্কেনেস শেষ করেন তৃর্তীয় স্থানে। টোকিও অলিম্পিকের জোড়া স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার সেপ্টেম্বর মাসের বিশ্ব এথেলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে যোগ দেন এই সিডনির ম্যারাথন প্রতিযোগিতায়। বছর ২০-র হেইলেমারহাম কিরোস রেকর্ড গড়েন পুরুষদের ম্যারাথন রেসে। ইনিও ইথিওপিয়ার স্প্রিন্টার। ২ঘন্টা ৬মিনিট ৬ সেকেন্ডে দৌড় শেষ করেন কিরোস। ভাঙেন তার দেশজ এডিডাসু গোবেনার রেকর্ড।
SYDNEY MARATHON 2025
সিডনি ম্যারাথনে রেকর্ড সিফান হাসানের

×
Comments :0