আগামী বছর ২০২৬ এ টি টোয়েন্টি বিশ্বকাপ। তারই মহড়া সারবে এশিয়ার সব দল। আসন্ন এশিয়া কাপে ভারতের দল ঘোষণা করা হল মঙ্গলবার। গত বছরও ভারতই জিতেছিল এই শিরোপা । ফলে এই বছরও শিরোপা ধরে রাখতে মরিয়া সূর্যকুমাররা। এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। চলবে আগামী ২৮ সেপ্টেম্বর অব্দি। ২৪ তারিখ ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। প্রতিযোগিতাটি হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারত প্রথম নামবে আগামী ১০ তারিখ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রত্যাশামতই অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন শুভমন গিল। অভিষেক , তিলক , হার্দিক , শিবম রা সুযোগ পেলেও অদ্ভুতভাবেই স্কোয়াডে নাম নেই মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার শ্রেয়স আইয়ারের। এছাড়াও জায়গা হয়নি যশস্বী জয়সোয়ালেরও। যদিও স্ট্যান্ড প্লেয়ারের তালিকায় প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগের সঙ্গেই তার নাম রয়েছে। বোলিংয়ে বরুণ ও কুলদীপের মত স্পিনারদের সঙ্গে রয়েছেন বুমরা , অর্শদীপ , হর্ষিত রানার মত পেসাররাও। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ১৫ জনের স্কোয়াডে নেওয়া হয়েছে দুইজনকে। সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। এছাড়াও অল রাউন্ডার হিসেবে অভিজ্ঞ হার্দিক পান্ড্য । দলের প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কোচ গৌতম গম্ভীর তাকে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন।
একনজরে ভারতের স্কোয়াড - সূর্যকুমার যাদব ( অধিনায়ক ) , শুভমন গিল ( সহঅধিনায়ক ) , অভিষেক শর্মা , তিলক , জিতেশ , সঞ্জু, রিংকু সিং , হার্দিক, অক্ষর প্যাটেল , শিবম দুবে, কুলদীপ , বরুণ , জসপ্রিত বুমরা , অর্শদীপ ও হর্ষিত রানা ।
Comments :0